Alipurduar News : লটারি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য আলিপুরদুয়ারে – alipurduar lottery businessman was shot


West Bengal News : রবিবার রাতে এক লটারি ব্যাবসায়ীকে লক্ষ্য করে তাঁর বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অল্পের জন্য প্রানে বাঁচেন ওই লটারি ব্যবসায়ী। সোমবার আলিপুরদুয়ারের (Alipurduar) বারোবিশা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন বারোবিশার লস্কর পড়ার লটারি ব্যবসায়ী রাজীব দাস। লটারি ব্যবসায়ী রাজীব দাস জানান, “রাতে ব্যবসার কাজ শেষ করে স্থানীয় এক বন্ধুকে সঙ্গে নিয়ে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলাম। সেই সময় অজ্ঞাত পরিচয় তিন জন যুবক একটি মোটর বাইকে আমাদের পিছু নেয়”।

Hooghly News : ‘জমি বিবাদের’ জের, দোলের দিনে মায়ের সামনেই ছেলেকে পিটিয়ে খুন
অভিযোগ, রাজীব দাস তাঁর বাড়ি ঢোকার গলির মুখে পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি (Firing) ছোড়ে দুষ্কৃতীরা। কিন্তু চলন্ত অবস্থায় থাকায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং প্রানে বেঁচে যান রাজীব দাস। এরপরেও রাজীব দাস দ্রুত গতিতে স্কুটি চালিয়ে নিজের বাড়ির সামনে পৌঁছলে, দুষ্কৃতীরাও পিছু ধাওয়া করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়।

North 24 Parganas News : হোলির দিনে তাজা বোমা উদ্ধার, আতঙ্কে অশোকনগরবাসী
সেই সময় রাজীব দাস তাঁদের হাত থেকে বাঁচতে বাড়ির পাশের একটি নিচু জায়গায় লাফিয়ে গা ঢাকা দেন এবং চিৎকার শুরু করেন। চিৎকার শুনে বাড়ির লোক বেরিয়ে আসলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেই সম্পূর্ণ ঘটনার দৃশ্য রাজীব দাসের বাড়ির সিসি ক্যামেরায় বন্দি হয়।

Bardhaman News : এক ঘরে মায়ের, অন্য ঘরে দেহ পাঁচ বছরের শিশুর
রাজীবের অভিযোগ, এই ঘটনার পেছনে তার নিজের দাদা গোপাল দাস রয়েছে। পারিবারিক বিবাদের জেরে তাকে প্রানে মারতে ভাড়াটে খুনি পাঠিয়েছে তারই নিজের দাদা, আশঙ্কা প্রকাশ করেছেন রাজীব। জানা গিয়েছে, কয়েক মাস আগেই রাজীবের দাদা গোপালের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। তখন থেকেই গোপাল পলাতক।

Kharagpur Shootout : ফের খড়গপুরে শ্যুট আউট, ব্যাঙ্ক কর্মীকে লক্ষ্য করে চলল গুলি! আতঙ্ক রেল শহরে
ঘটনার খবর পেতেই সোমবার সকালে ঘটনাস্থল থেকে গুলিসহ একটি ম্যাগাজিন এবং একটি গুলির খোলও উদ্ধার করেছে পুলিশ। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে বারবিশা এলাকার ব্যবসায়ী মহলে। সোমবার রাজীবের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাড়িতে যান আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার। তিনি বলেন, “এই এলাকায় এটি একটি ভয়াবহ ঘটনা। এমন ঘটনা এই এলাকায় এই প্রথম হল। দুষ্কৃতীরা এত সাহস পেল কি করে”!

Nadia News : কালীগঞ্জে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৩, থমথমে গোটা এলাকা
ঘটনাটির তদন্ত চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে সোমবার সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করেছে কুমারগ্রাম থানার অন্তর্গত বারোবিশা ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বাইকও উদ্ধার করেছে। সমগ্র ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বারোবিশা এলাকা জুড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *