SSC Scam: পার্থ চট্টোপাধ্যায়ের পর কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত দুই যুব তৃণমূল নেতাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। দলের তরফে শিশু ও নারীকল্যাণ মন্ত্রী শশী পাঁজা ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
একইসঙ্গে বিজেপিকে আক্রমণ তৃণমূল কংগ্রেস। একাধিক দুর্নীতিতে অভিযুক্ত হওয়া সত্ত্বেও বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে ইডি-সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে দলের তরফে প্রশ্ন তোলেন শশী পাঁজা ও ব্রাত্য বসু।
আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন..