Jalpaiguri News : সেনার গুলিতে ঝাঁঝরা হাতিও! – jalpaiguri elephant shot by the army


এই সময়, জলপাইগুড়ি: সেনাবাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়ে এ বার মৃত্যু হলো একটি বুনো হাতির! জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর বনবিভাগের সালুগাড়া রেঞ্জের সরস্বতীপুর এলাকার ঘটনা। সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জ থেকে ছোড়া গুলিতেই আহত হয়ে বুনো হাতিটি মারা গিয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উত্তরবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহানন্দা-আপালচাঁদ এলিফ্যান্ট করিডরে ফায়ারিং রেঞ্জ বন্ধের দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা।

Elephant In Buxa Jungle : ফের বক্সার জঙ্গলে হাতির মৃত্যু, কারণ নিয়ে ধন্দে বন দফতর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১০টা নাগাদ বৈকুণ্ঠপুর বনবিভাগের সালুগাড়া রেঞ্জের সরস্বতীপুর এলাকার বাসিন্দাদের নজরে পড়ে একটি দাঁতালের দেহ পড়ে আছে। গায়ে একাধিক গুলির চিহ্ন। সঙ্গে সঙ্গে বন দপ্তরে খবর দেওয়া হয়। ছুটে আসেন বৈকুণ্ঠপুর ডিভিশনের সালুগাড়া রেঞ্জের সরস্বতীপুর বিট অফিসের বনকর্মীরা।

Alipurduar News : প্রাতঃভ্রমণে বেরিয়ে বিপত্তি, আলিপুরদুয়ারে বাইসনের সামনে পড়লেন মহিলা! তারপর…
খবর চাউর হতেই মৃত হাতিটিকে দেখতে ভিড় জমে যায়। পরে বনকর্মীরা গ্রামবাসীদের সুরক্ষার কথা চিন্তা করে জঙ্গল থেকে তাঁদের সরিয়ে দেন। কীভাবে হাতিটি মারা গেল, তা নিয়ে তদন্ত শুরু করেছে বন দপ্তর। স্থানীয় বাসিন্দা সোমরা ওঁরাও, সঞ্জয় ছেত্রীরা বলেন, ‘জঙ্গলে গিয়েছিলাম। সেখানেই হাতির মৃতদেহ দেখতে পেয়ে বনকর্মীদের খবর দিই।’

HS Exam 2023 : বনপথে পরীক্ষার্থীদের নিরাপত্তা দিতে জলদাপাড়ার বন্ধ ৬ বনপথ
ঘটনায় পরিবেশকর্মী শ্যামাপ্রসাদ পাণ্ডে বলেন, ‘মহানন্দা-আপালচাঁদ এলিফ্যান্ট করিডরে সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জ। এখানে ফায়ারিং প্র্যাকটিস করেন সেনা জওয়ানরা। আমরা দীর্ঘদিন ধরে এই রেঞ্জ বন্ধ করার দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনও লাভ হয়নি। হাতি আমাদের জাতীয় সম্পদ। সেই জাতীয় সম্পদ এইভাবে বেঘোরে গুলি খেয়ে মারা গেল। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমরা জানতে পেরেছি, দু’টি হাতি গুরুতর জখম হয়েছিল। যার মধ্যে একটি মারা গেল, আরও একটি জঙ্গলে রয়েছে।’

HS Exam 2023 : বাইরে দাঁড়িয়ে বুনো দাঁতাল, স্কুলের ভিতরে পরীক্ষার্থীরা
এ নিয়ে ডিএফও বৈকুণ্ঠপুর হরিকৃষ্ণান বলেন, ‘তিস্তা পারে থাকা আর্মি ফায়ারিং রেঞ্জে গুলি ছোড়া হয়েছে। হাতির গায়ে গুলি লাগার চিহ্ন পাওয়া গিয়েছে। তবে আগামিকাল ময়নাতদন্ত হলে তারপর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

Leopard Attack : জলপাইগুড়িতে চলন্ত স্কুটিতে ঝাঁপ দিয়ে ঘাড়ে থাবা চিতাবাঘের, তারপর…
সোমবারই জলপাইগুড়িতে সেনাবাহিনীর মহড়ার সময় ফায়ারিং রেঞ্জে ঢুকে পড়ায় গুলিতে ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। এর পর আবার হাতির মৃত্যু বিতর্ক বাড়িয়েছে। যদিও সেনাবাহিনীর তরফ থেকে এবিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *