Recruitment Scam: গ্রুপ সি পর এবার আশা কর্মী নিয়োগেও দুর্নীতির অভিযোগ, আদালতে দায়ের মামলা – after group c now complain raised on asha kormi recruitment at nadia


ASHA Workers একের পর এক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে রাজ্যে। তারই মাঝে এবার আশাকর্মী নিয়োগেও উঠল দুর্নীতির অভিযোগ। এবার আশা কর্মী নিয়োগেও সন্দেহজনক বিষয় সামনে এল মুর্শিদাবাদে । সেখানকার রানিনগর-২ নম্বর ব্লকের নটিয়ালে। যোগ্যপ্রার্থী দাবি করে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলেন এক চাকরিপ্রার্থী। ওই চাকরি প্রার্থীর দাবি যোগ্যতার মাপকাঠিতে তিনিই যোগ্য। কিন্তু তাঁকে বঞ্চিত করে অপর একজনকে চাকরি দেওয়া হয়েছে। যদিও বিচারাধীন বিষয়ের দোহাই দিয়ে মুখ খুলতে চাননি স্বাস্থ্য দফতরের কেউ।

ফের নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠল মুর্শিদাবাদের রানিনগর-২ নম্বর ব্লকের নোটিয়াল এলাকায়। কিছুদিন আগেই রাজ্য সরকার নোটিফিকেশন জারি করে রানিনগর-২ নম্বর ব্লকের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী নিয়োগ করে। ওই নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছিল, যোগ্য প্রার্থী নির্বাচনে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগ্যতার মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে।

Asha Karmi Recruitment Scam : শিক্ষকের পর আশা কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ বনগাঁর স্বাস্থ্যকেন্দ্রে

ইন্টারভিউ পরবর্তী পর্যায়ে নটিয়াল এলাকায় আশা কর্মী হিসেবে নিযুক্ত হন শর্মিষ্ঠা সাহা। কিন্তু, জিবন্নেশা খাতুন নামে চাকরি প্রার্থী দাবি করেন মাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর বেশি। জিবন্নেশা খাতুনের আইনজীবী ইমতিয়াজ কবীর বলেন, ”আরটিআই করে জানতে পারি জিবন্নেশা খাতুনের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৫১০ হলেও ইন্টারভিউ স্কোর সিটে তার নম্বর কমিয়ে ৪৭৩ দেখানো হয়েছে। এর ফলে যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত হয়েছেন জিবন্নেশা খাতুন।”

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি, তৃণমূল নেতার মেয়ে-জামাই সহ চাকরি গেল এক পরিবারের ৩ জনের

ন্যায় বিচারের দাবিতে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছেন ইমতিয়াজ কবীর। বিষয়টি নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে। জীবন্নেশা খাতুন জানিয়েছেন, ”মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী আমিই যোগ্য। কিন্তু নিয়োগ দুর্নীতির কারণেই আমি বাদ পড়েছি। আমি আইনের মাধ্যমেই লড়তে চাই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *