West Bengal Crime News: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের! প্রেমিকের সহযোগিতায় মেয়েকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে – cooch behar news mother allegedly end her daughter life with her lover help


West Bengal Local News: খোদ মায়ের বিরুদ্ধেই উঠল মেয়েকে খুনের অভিযোগ। বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে পথের কাঁটা মেয়েকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। অভিযোগ সামনে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। ঘটনাটি ঘটেছে, কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম অর্পিতা মল্লিক। বয়স ২৩ বছর। বুধবার মৃতার কাকা বিমল মল্লিক মেখলিগঞ্জ থানায় মেয়েটির সম্পর্কে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Dakshin 24 Pargana : বাড়ি ভাড়া নিয়ে অন্য মহিলার সঙ্গে লিভ ইন! বাধা পেয়ে স্ত্রীকে খুনের অভিযোগ

জানা গিয়েছে, আলিপুরদুয়ারের মাদারিহাট থানা এলাকার বাসিন্দা সামসের আলমের সঙ্গে দুর্গা মল্লিকের দীর্ঘদিন থেকে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ। অর্পিতাদের বাড়িতেই একসময় ভাড়াটিয়া হিসাবে থাকতেন সামসের। বিভিন্ন সময়ে টাকা পয়সা দিয়েও সহযোগিতা করতেন। আর এই সুযোগে অর্পিতার মার সাথে সামসের আলমের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে।

সম্প্রতি বিষয়টি জানতে পারে অর্পিতা বলে খবর। আর এরপরই তাকে খুনের ছক কষা হয়। সোমবার বিকেলে বিমলবাবু তাঁর দাদা বলরামের বাড়িতে হঠাৎ চিৎকার শুনতে পান। এরপর সেখানে গিয়ে দেখেন, তাঁর বউদি অর্থাৎ অর্পিতার মা দুর্গা মল্লিক এবং সামসের আলম নামে এক ব্যক্তি মিলে অর্পিতাকে শাল কাঠের বাটাম দিয়ে মারধর করছেন। আর ভাইঝি অর্পিতা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

Nadia News: প্রেমিকাকে রাস্তা থেকে সরাতে খুন! প্রেমিকের বিরুদ্ধে অভিযোগে চাঞ্চল্য নদিয়ায়

চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরাও সেখানে চলে আসেন। তাঁদের সহযোগিতাতেই অর্পিতাকে চিকিৎসার জন্য দ্রুত চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে অন্যত্র রেফার করা হয়। মঙ্গলবার শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে অর্পিতার মৃত্যু হয়েছে। মায়ের সম্পর্ক জেনে ফেলাতেই সামসের ও দুর্গা মিলে অর্পিতাকে বাটাম পিটিয়ে খুন করেছে, এমনই দাবি মৃতার কাকা সহ স্থানীয় বাসিন্দাদের। এ খবর চাউর হতেই গ্রামে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে মেখলিগঞ্জ থানার তরফে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *