Chanchal Super Specialty Hospital : সুপার স্পেশালিটি হাসপাতালের মেঝেতে শুয়ে রোগী, পরিদর্শনে এসে ক্ষুব্ধ জেলাশাসক – malda dm express anger after surprise visit at chanchal super speciality hospital


West Bengal News : হাসপাতালে শয্যা সংখ্যার অভাব। যত্রতত্র শুয়ে রয়েছেন রোগী। হাসপাতালের শৌচাগারে দুর্গন্ধ, অবর্জনাময়। মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে (Chanchal Super Specialty Hospital) সারপ্রাইজ ভিজিটে গিয়ে বেজায় ক্ষুব্ধ জেলা শাসক। দ্রুত হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে মনযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হল হাসপাতাল সুপারকে।

চাঁচল মহকুমার ছয়টি ব্লকের মানুষের স্বাস্থ্য ব্যবস্থার একমাত্র বড় ভরসা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল। এই হাসপাতালে হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতীপুর, রতুয়া সহ আরও বেশ কয়েকটি ব্লকের মানুষ চিকিৎসা পরিষেবা নিতে ছুটে আসেন। কিন্তু আদৌ কি হাসপাতালে সঠিক পরিষেবা পাচ্ছেন রোগীরা? উঠছে প্রশ্ন।

Ashoknagar State General Hospital : অশোকনগর হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ, সুপারের অপসারণের দাবি বিধায়কের
রোগীদের ভিড়ে থিকথিক করছে সুপার স্পেশালিটি হাসপাতাল। হাসপাতালের মহিলা ও পুরুষ ওয়ার্ডে লম্বা লাইন। বারান্দা ছাড়িয়ে শৌচালয়ের দরজায় এসে থেমেছে রোগীদের লাইন। হাসপাতালের নানা ওয়ার্ডে জায়গার অভাবে মেঝেতেই শুয়ে আছে একাধিক রোগী।

কেউ একদিন, কেউ দুদিন কেউ আবার টানা তিন-চার দিন ধরে হাসপাতালের ঠান্ডা মেঝেতে শুয়েই নিচ্ছেন চিকিৎসা পরিষেবা। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে আসা এক রোগীর পরিবারের সদস্য মোঃ শাহিদের অভিযোগ, গত দু’দিন আগে আমি আমার স্ত্রীকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি। কিন্তু হাসপাতালে বেডের অভাব। পর্যাপ্ত বেড না থাকার কারণে ঠান্ডা মেঝেতেই শুয়ে রয়েছে আমার স্ত্রী।

Dakshin Dinajpur News : উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, দেড় বছর পরেও বন্ধ বালুরঘাটের রাত্রিনিবাস
শুধু তাই নয়, হাসপাতালে শৌচালয়ের অবস্থা বেহাল দশা। দুর্গন্ধে থাকা যাচ্ছে না। তবুও হাসপাতাল কতৃপক্ষের কোনও পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই নেই। আমরা চাই হাসপাতালের বেডের সংখ্যা বাড়ানো হোক এবং শৌচালয় পরিষ্কার করা হোক।

শনিবার রাতে আচমকাই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে আসেন মালদার জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। সুপার স্পেশালিটি হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডে পা দিতেই চোখ কপালে ওঠে জেলা শাসকের। তিনি নিজেও দেখেন হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন অসংখ্য রোগী।

Durgapur Sub Divisional Hospital : শৌচালয়ে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে
এই ছবি দেখার পরই রীতিমতো ক্ষুব্ধ হন জেলা শাসক। হাসপাতালের সুপার সহ স্বাস্থ্য আধিকারিকদের দ্রুত সেই সমস্যা সমাধানের নির্দেশ দেন। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক সিঙ্ঘানিয়া বলেন, “আমি সি এম ও এইচ এবং সুপারকে নির্দেশ দিয়েছি হাসপাতালের বেড সংখ্যা বাড়ানোর। যেহেতু এই হাসপাতালে প্রচুর রোগীর চাপ রয়েছে যার কারণে হাসপাতালে বেডের অভাব। তাই দ্রুত হাসপাতালের বেড সংখ্যা বাড়ানো হবে।”

পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামোর দিকে জোর দেওয়া হয়েছে, দ্রুত সেই কাজ শুরু হবে বলেও জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *