Alipurduar Incident : কম্পিউটার ল্যাবে ছাত্রীকে ডেকে যৌন হেনস্থা! আলিপুরদুয়ারে গ্রেফতার প্রধান শিক্ষক – school teacher arrested by police in alipurduar for assaulting minor student


রাজ্যে শিক্ষক নিয়োগকে বেলাগাম দুর্নীতি সামনে এসেছে। আদালতের রায়ে ইতিমধ্যেই অনেক স্কুল শিক্ষকের চাকরি গিয়েছে। এরমধ্যে গুরুতর অভিযোগে আলিপুরদুয়ারের এক স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লক জিৎপুর মিশন জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্যজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে স্কুলেরই এক যাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে।

স্কুলের ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরতর অভিযোগ উঠেছে। সোমবার কম্পিউটার রুমে ডেকে নিয়ে গিয়েচে ষষ্ঠ শ্রেণির ওই কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর ওই স্কুল পড়ুয়া ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। প্রথমে বাড়ির কাউকে সে কোনও কিছুই জানায়নি। পরে বাড়ির লোক তাঁকে বোঝানোর পর গোটা ঘটনার কথা সে তাঁদের জানায়।

Rajasthan News Today : পড়ুয়াদের ‘গোপনাঙ্গ’-এ হাত দেওয়ার অভিযোগ, গ্রেফতার প্রধান শিক্ষক
কিশোরীর থেকে গোটা ঘটনার কথা জানতে পেরে সোমবার গভীর রাতে শামুকতলা থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করে ওই ছাত্রীর পরিবার। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিকবার যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। গোটা ঘটনার কথা কানে যেতেই এলাকায় নতুন করে চাঞ্চল্য শুরু হয়।

পরিবারের তরফে লিখিত অভিযোগ পেয়ে মঙ্গলবার সকাল নাগাদ আলিপুরদুয়ার পৌরসভার ২০ নং ওয়ার্ড আনন্দনগর এলাকার ভাড়াবাড়ি থেকে অভিযুক্ত শিক্ষক সৌমিত্র মন্ডলকে গ্রেফতার করে শামুকতলা থানার পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শামুকতলা থানার পুলিশ।

Hooghly News : ছাত্রীর মায়েদের রঙ মাখিয়ে বিতর্কে প্রধান শিক্ষক, বসন্ত উৎসব ঘিরে হুগলির স্কুলে তুলকালাম
স্কুলের প্রধান শিক্ষক গ্রেফতার হতেই মঙ্গলবার সকাল থেকে অভিযুক্ত স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। এক ছাত্রীর অভিভাবক বলেন, “মদ নিয়ে প্রধান শিক্ষক ক্লাসে আসেন, ছাত্রীদের ছবি তুলে নিয়ে বাড়ি চলে যান, তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন। আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। সেই কারণে আমার স্কুলে বিক্ষোভ দেখাচ্ছি।”

Alipurduar Incident: কন্যার সমবয়সী ‘ভাগ্নী’কে মাদক খাইয়ে ধর্ষণ মামার! থানায় অভিযোগ গর্ভবতী নির্যাতিতার পরিবারের
আরও “এক ছাত্রীকে এক দু’তলা নিয়ে যায় স্কুলের শিক্ষক, তাঁকে সেখানে যৌন হেনস্থা করা হয়েছে। পরিবার অভিযোগের ভিত্তিতে শামুকতলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। আমরা চাই, তাঁকে যেন এই স্কুলে ফিরিয়ে না আনা হয়, কারণ আগেও তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। সেই কারণে আমরা চাই তাঁকে যেন অন্য কোথাও পাঠানো হয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *