Recruitment Scam: ‘ওর ঠাঁটবাট বদলে গিয়েছে…’, নিয়োগ দুর্নীতি মামলায় মৌসুমীকে নিয়ে বিস্ফোরক সহযোদ্ধা টুম্পা – tumpa kayal gives an exclusive interview on mousumi kayal as her name came in recruitment scam


একসময় তাঁদের নাম নেওয়া হত এক সঙ্গে-কামদুনির দুই প্রতিবাদী মুখ মৌসুমী এবং টুম্পা কয়াল। কিন্তু, দীর্ঘ কয়েক বছর তাঁদের এক ফ্রেমে দেখা যায়নি। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের মুখে মৌসুমীর নাম। ‘ও তাপস মণ্ডলের এজেন্ট’, বৃহস্পতিবার আলিপুর জাজেস কোর্টের বাইরে এভাবেই বোমা ফাটিয়েছিলেন কুন্তল। পালটা ফুসে উঠেছিলেন মৌসুমীও। মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।

Mousumi Koyal Kamduni: ‘কুন্তলের নামে মানহানির মামলা করব…মৌসুমী ভয় পায় না’, মুখ খুললেন কামদুনির প্রতিবাদী
এই প্রেক্ষাপটে মৌসুমীর বিরুদ্ধে কুন্তলের তোলা অভিযোগ নিয়ে মুখ খুললেন তাঁর একদা সহযোগী টুম্পা কয়াল। গত কয়েক বছরে ‘চেনা মৌসুমী’ আমূল বদলে গিয়েছিলেন বলেও দাবি করেছিলেন টুম্পা। একইসঙ্গে কেন দীর্ঘ সাত বছর ধরে তাঁদের একফ্রেমে দেখা যায়নি, সেই কারণও খোলসা করেছেন কামদুনির এই প্রতিবাদী মুখ।

নিয়োগ দুর্নীতিতে ‘এজেন্ট’ হিসেবে মৌসুমীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন কুন্তল। এই অভিযোগ সামনে আসার পরই শোরগোল পড়ে গিয়েছিল। এবার এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন টুম্পা।

Recruitment Scam : কুন্তল ঘোষ ম্যাজিশিয়ান: তাপস, আমার শুধু লস-ই হলো: কুন্তল
এই সময় ডিজিটাল-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন, “কামদুনি আন্দোলন বলতেই মানুষের সামনে ভেসে আসত টুম্পা এবং মৌসুমী কয়ালের নাম। কিন্তু, দীর্ঘ সাত বছর মানুষ সেই জুটি দেখতে পারছে না। কারণ বিভিন্ন রকম কথা আমার কাছে ভেসে এসেছিল। তবে প্রমাণ আমার কাছে ছিল না। কিন্তু, আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম।”

Kuntal Ghosh News: ‘ফাঁড়া কাটাতে’ মহাযজ্ঞ করেছিলেন কুন্তল! পকেটে রাখতেন মন্ত্রপুত ফুল? এবার ED-র নজরে জ্যোতিষী
নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে আগেও মৌসুমীর নাম শুনেছিলেন টুম্পা, দাবি তাঁর। তিনি বলেন, ” নিয়োগ দুর্নীতি সহ একাধিক বিষয় আমার কানে ভেসে এসেছিল। আমি দীর্ঘ ১০ বছর ধরে আন্দোলন করেছি। ও আগে গ্যাসের অফিসে কাজ করত। আমি জানতাম ও নারকেল বাগানের অফিসে কাজ করত। কুন্তলের অভিযোগ সংক্রান্ত এই খবর দেখে আমি হতাশ হয়েছি। আমি ভাবতেও পারিনি নিয়োগ দুর্নীতিতে ওর নামটা উঠে আসবে।”

Bonny Sengupta : কুন্তলের ৪৪ লাখ ফেরালেন বনি, ED ব়্যাডার থেকে বিপন্মুক্ত অভিনেতা?
মৌসুমীর মধ্যে বহু বদল এসেছে, দাবি টুম্পার। তিনি বলেন, “ওর বাড়ি থেকে শুরু করে সাজপোশাক সব বদলে গিয়েছে। ওর বাড়ি বড় হয়েছে। আমি প্রশ্ন করায় জানিয়েছিল যে শ্বশুরের কিছু জমি ছিল তা বিক্রি করে বাড়ি করেছে। নিত্য নতুন পোশাক-অন্য একটা ব্যাপার ওর মধ্যে দেখা গিয়েছিল। কেন ও বদলে গিয়েছিল তা ও বলতে পারবে।”

Joyjit Banerjee On Bonny Sengupta : ‘বনিকে চিনি না বললে মিথ্যে বলা হয়’, দর্শনাকে সমর্থন জয়জিতের
কামদুনি মামলা হাইকোর্টে চলছে। সেই সুবাদে আদালতে মাঝে মধ্যে মৌসুমীর সঙ্গে দেখা হলেও কখনও তাপস প্রসঙ্গ ওঠেনি বলে দাবি করেছেন টুম্পা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *