দুবাই (Dubai) থেকে মুম্বই ফিরলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। মুম্বই ফিরে হাসি যেন থামছিল না রাখির। সেখানেই ধরা দিলেন আমাদের ক্য়ামেরায়। মুম্বই ফিরে রাখি জানালেন লন্ডনের মানুষ তাঁকে কতটা পছন্দ করেন। তাঁকে ঘিরে ধরে এদিন সেলফি তুলতে দেখা গেল তাঁর ভক্তদের।