Mamata Banerjee News : ধরনার পরেই শুভেন্দুর জেলায় মমতা, যাবেন দিঘাতেও – mamata banerjee may visits purba medinipur in april ahead of panchayat election


দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। যে কোনও দিন ঘোষণা হতে পারে দিনক্ষণ। তার আগেই সংগঠন মজবুত করছে সমস্ত রাজনৈতিক দল। জানা যাচ্ছে, ধরনা কর্মসূচির পরই তিন দিন পূর্ব মেদিনীপুর সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনও দলীয় তরফে কোনও দিন ঘোষণা করা হয়নি। শনিবার রাতে দিঘার হেলিপ্যাড ময়দান সহ অন্যান্য জায়গা পরিদর্শন করছেন প্রশাসনিক কর্তারা। জেলা তৃণমূল সূত্রে খবর, ৩ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত তিনি পূর্ব মেদিনীপুরে থাকবেন।

Mamata Banerjee News: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, দিল্লিতে ২ দিনের ধরনায় মমতা
রাজ্য সরকারের উদ্যোগে দিঘায় গড়ে উঠছে জগন্নাথ ধাম। সেই মন্দিরের কাজ পরিদর্শন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ময়দানে নেমে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ নীতিতে বিশ্বাস করেন তৃণমূল সুপ্রিমো। সেক্ষেত্রে জেলা সফরে গিয়েও সাধারণ মানুষের সমস্যার কথা শুনবেন তিনি, জানা যাচ্ছে এমনটাই।

Mamata Banerjee News : ‘মেহুল-আদানি ওদের বেস্ট ফ্রেন্ড!’ কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা, সুর চড়ালেন তেজস্বী
পাশাপাশি সকলেই সরকারি প্রকল্পের যাবতীয় সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা, তাও খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনের বার্তা পেয়েই তৎপর জেলা প্রশাসনও। শনিবার প্রশাসনিক স্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। পাশাপাশি দলীয় তরফেও শুরু হয়েছে প্রস্তুতি। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বও একটি বৈঠক করে বলে জানা গিয়েছে।

Abhishek Banerjee : ২৯শের লক্ষ্য রেকর্ড ভিড়, জেলা সফরেও অভিষেক
পূর্ব মেদিনীপুর BJP-র অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। যদিও একুশের নির্বাচনের পর জেলার সমবায় সমিতির নির্বাচনগুলিতে দাপট দেখিয়েছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের আগে মরিয়াভাবে সেই জেলায় সংগঠনের উপর জোর দিচ্ছে দলীয় নেতৃত্ব। এই পরিস্থিতিতে তৃণমূল নেত্রী জেলা সফরে গেলে দলীয় কর্মীদের মনোবল বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Mamata Banerjee At Puri Temple : ‘আমি খুব খুশি’, পুরীর জগন্নাথ মন্দিরে পুজো মমতার
উল্লেখ্য, সম্প্রতি ওডিশা সফরে যাওয়ার আগে কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “১০০ দিনের বকেয়া অর্থ দিচ্ছে না কেন্দ্র।” পাশাপাশি আরও অন্যান্য প্রকল্পে রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে, এই অভিযোগও তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Puri Guest House : পর্যটকদের পোয়া বারো, পুরীতে এবার বাংলার সরকারি গেস্ট হাউস
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি দুই দিন আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসার কথাও বলেন। যদিও তা কলকাতা না দিল্লি, সেই বিষয়টি স্পষ্ট নয়। আগামী ২৯ তারিখ বেলা ১২টার সময় ধরনায় বসবেন তিনি। ৩০ তারিখ রাত পর্যন্ত তা চলবে। এই ধরনা কর্মসূচির পরে জেলা সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *