Mamata Banerjee : ‘অনেক উন্নয়ন হয়েছে, বাংলাদেশ থেকে টিম পরিদর্শনে আসছে’, রাষ্ট্রপতিকে বাংলার সাফল্য জানালেন মমতা – mamata banerjee urges president draupadi murmu to protect constitutional rights


বঙ্গ সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের প্রথম নাগরিকের প্রথম রাজ্য সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠান করেছে রাজ্য সরকার। রাজ্যপালের সম্বর্ধনা মঞ্চে একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বলেন, “সামনেই রামনবমী, রমজান মাস চলছে। আমি সকলকে শুভেচ্ছা জানাই। স্বাধীনতার আগে বাংলা দেশের রাজধানী ছিল। স্বাধীনতা সংগ্রাম এই বাংলা থেকে শুরু হয়েছিল। ম্যাডাম বাংলার গায়ক, অভিনেতা ও সংস্কৃতি দেশকে সম্বৃদ্ধ করেছে। বাংলা মানে, বাংলার মা। বাংলা মানে মানবকিতা এবং সাধারণ মানুষ। আমরা মানবিকতাকে ভালোবাসি।”

President Droupadi Murmu : নীল-সাদা রাংতায় মোড়া কে সি দাসের রসগোল্লা, রাষ্ট্রপতিকে বিশেষ উপহার মুখ্যমন্ত্রীর
তিনি আরও বলেন, “আমাকে যদি কেউ বলে আপনি মহিলা মুখ্যমন্ত্রী, তখন তাঁদের বলি না আমি আগে মানুষ। কারণ মানবিকতা আমার প্রথম ও শেষ কাজ। আমি গর্বের সঙ্গে বলতে পারি, সকলে আমাদের সাহায্য করেছে। সেই কারণে পুলিশ, সেনা, সরকারি আধিকারিক সকলকেই অ্যামি স্যালুট জানাই। আমি ছাত্রছাত্রীদের সব সময় বাড়তি গুরুত্ব দিই কারণ তাঁরাই আমাদের ভবিষ্যত। তাঁদের সকলকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।”

এদিন রাষ্ট্রপতির সামনে রাজ্যের উন্নয়ন নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এখন অনেকে উন্নয়ন হয়েছে। বাংলা এখন সকলের কাছে মডেল। এমনকী বাংলাদেশও এখানে একটি দল পাঠিয়েছে। আমাদের রাজ্য প্রথম রাষ্ট্রসঙ্ঘে কন্যাশ্রীর জন্য প্রথম পুরস্কার পেয়েছে। দুর্গাপুজোরা কারণে আমরা ইউনেস্কোর পুরস্কার পেয়েছি। কেন্দ্রীয় সরকারও বাংলাকে অনেকে পুরস্কার দিয়েছে।”

Droupadi Murmu In Kolkata : শহরে পা রেখেই নেতাজি ভবন-জোড়াসাঁকো পরিদর্শনে রাষ্ট্রপতি, উষ্ণ অভ্যর্থনা মুখ্যমন্ত্রীর
দেশের সাংবিধানিক প্রধান হিসেবে এদিন রাষ্ট্রপতিকে সংবিধান রক্ষার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাংলা এখন গোটা দেশে ১ নম্বর। দেশের সাংবিধানিক প্রধান হিসেবে আমি এটা আপনাকে জানাতে চাই। আমি বিনীতভাবে আপনাকে বলতে চাই, দয়া করে গরিব ও সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করুন। যাতে কোনও ধরনের বিপদ দেশের উপর না আসে।”

Mamata Banerjee : ‘আমার দাদার ডিভোর্স হয়ে যাচ্ছিল…’, মোহনবাগান মাঠে স্মৃতিচারণ মমতার
এদিনের মঞ্চে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম ও রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষ আমলাও উপস্থিত ছিলেন। অন্যদিকে রাষ্ট্রপতির সফরের মধ্যেই তিলজলাতে নাবালিকা হত্যা নিয়ে উত্তাল শহর। ট্রেন অবরোধ, ভাঙচুরের পাশাপাশি পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। কাঁদে গ্যাস ছুড়ে, লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। এই ঘটনায় রাষ্ট্রপতির নিরাপত্তা নিয়ে উষ্মা প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *