Droupadi Murmu : মুগ ডাল থেকে পনির, শান্তিনিকেতনে রাষ্ট্রপতির মধ্যাহ্নভোজে থাকছে কী কী পদ? – india president droupadi murmu reached shantiniketan know the special menu arranged for her


Shantiniketan : রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম রবি তীর্থ শান্তিনিকেতনের মাটিতে পা রাখছেন দ্রৌপদী মুর্মু। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্বভারতীতে রাষ্ট্রপতির জন্য মধ্যাহ্ন ভোজনের বিশেষ আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতির সুস্থতার কথা মাথায় রেখে খাদ্য তালিকায় নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলার জন্য নির্দেশিকা রয়েছে। রয়েছে একাধিক বিধিনিষেধ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিরাপত্তা ছাড়াও জরুরি ভিত্তিক অ্যাম্বুল্যান্স ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনার নির্দেশ দেওয়া রয়েছে।

Droupadi Murmu Mamata Banerjee : আদিবাসী তালে মুখ্যমন্ত্রীর নাচে মুগ্ধ রাষ্ট্রপতি, বাংলার ভূয়সী প্রশংসায় মুর্মু
জানা গিয়েছে, শান্তিনিকেতনের বিনয় ভবন সংলগ্ন কুমির ডাঙ্গার মাঠে হেলিকপ্টারে করে নামবেন রাষ্ট্রপতি। তাই বিনয় ভবন সংলগ্ন বিভিন্ন জায়গায় নো ফ্লাইং জোনও করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ড্রোন, বেলুন ওড়ানোতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যেহেতু নিরামিষাশী, সেই বিষয়টি যাতে রান্নার মেনুতে নজর দেওয়া হয়, সে ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির জন্য দুপুরের খাবারে দেশি ঘি, পোস্ত বড়া, বেশ কয়েক রকমের ভাজা, রসুন ছাড়া সবজি, মুগ ডাল, সুস্বাদু পনির, মাশরুম সহ একাধিক নিরামিষ পদের আয়োজন করা হয়েছে।

Mamata Banerjee : ‘অনেক উন্নয়ন হয়েছে, বাংলাদেশ থেকে টিম পরিদর্শনে আসছে’, রাষ্ট্রপতিকে বাংলার সাফল্য জানালেন মমতা
আজ কয়েক ঘণ্টার মধ্যেই শান্তিনিকেতন সফরে আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিশ্বভারতীতে এসে ২০২২ শিক্ষাবর্ষের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। উল্লেখ্য, গত ৩ বছর বিশ্বভারতী প্রাঙ্গণে সমাবর্তন অনুষ্ঠান হয়নি। ২০২০ সালে করোনা পরিস্থিতির জন্য বন্ধ রাখা হয়েছিল অনুষ্ঠান ৷ ২০২১ সালে কোভিড বিধি মেনে সমাবর্তন অনুষ্ঠান হয়। তবে ভার্চুয়ালি। সেখানে অংশ নিয়েছিলেন বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পর ২০২২ সালে ছাত্র আন্দোলনের জেরে সমাবর্তন অনুষ্ঠানই করেননি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

Visva bharati Convocation : রাষ্ট্রপতির নিরাপত্তা ‘থ্রেট’ সাপ? বিশ্বভারতীর ক্যাম্পাসে মোতায়েন বিশেষ দল
তবে এ বছর সমাবর্তনে রাষ্ট্রপতির উপস্থিতির কারণে এই অনুষ্ঠান বাড়তি মাত্রা পেয়েছে। রাষ্ট্রপতির এই সফরের কারণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। বিশ্বভারতী সহ বোলপুরের প্রতিটি প্রান্তে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। হেলিপ্যাড ময়দান, আম্রকুঞ্জ, রবীন্দ্র ভবন-সহ একাধিক জায়গায় কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

পাশাপাশি সাজিয়ে তোলা হয়েছে রবীন্দ্র ভবন-সহ শান্তিনিকেতনের একাধিক ঐতিহ্যমণ্ডিত স্থান সহ সমগ্র বিশ্বভারতী চত্বর। রয়েছে একাধিক ড্রপগেট, বিশেষ ক্যামেরা দিয়েও চলছে নজরদারি। এক কথায় কড়া নিরাপত্তা চাদরে মোরা হয়েছে শান্তিনিকেতনকে। মঙ্গলবার সকালে বেলুড় মঠ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সকালে তিনি পৌঁছন বেলুড় মঠে। সাড়ে ৯টা পর্যন্ত মঠে ছিলেন তিনি। তাঁকে স্বাগত জানান রামকৃষ্ণ মঠ এবং মিশনের সন্ন্যাসীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *