Dakshin 24 Pargana : ঘর থেকে উদ্ধার স্কুল শিক্ষকের দেহ, কারণ নিয়ে ধোঁয়াশা – dhola high school physical science teacher lost life


West Bengal News : ঘরে ঝুলন্ত অবস্থায় এক শিক্ষকের দেহ উদ্ধার দক্ষিণ ২৪ পরগণার ঢোলাহাট এলাকায়। মৃত শিক্ষকের নাম স্নেহাশিস দাস। তিনি ঢোলা হাইস্কুলের শিক্ষক ছিলেন বলে জানা গিয়েছে। পারিবারিক অশান্তির কারণে তিনি মানসিক অবসাদে ছিলেন। সেই কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্কুলের পড়ুয়াদের মধ্যে।

স্থানীয় সূত্রে খবর, স্নেহাশিস দাস ঢোলা হাইস্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষকের। মৃত শিক্ষকের নাম স্নেহাশিস দাসের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায়। ঢোলাহাট থানা এলাকায় একটি ভাড়া বাড়িতেই থাকতেন ওই শিক্ষক।

Alipurduar Incident : কম্পিউটার ল্যাবে ছাত্রীকে ডেকে যৌন হেনস্থা! আলিপুরদুয়ারে গ্রেফতার প্রধান শিক্ষক
মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই ভাড়া বাড়ির একটি ঘর থেকে। স্থানীয় বাসিন্দারা খবর দেন ঢোলাহাট থানার পুলিশকে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই স্ত্রী-এর সঙ্গে অশান্তি ছিল ওই শিক্ষকের। পারিবারিক অশান্তির কারণেই মানসিক অবসাদে ভুগছিযেন ঢোলা হাইস্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক। আজ সকাল বেলা হঠাৎ করে স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তখনই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Murshidabad News Today : অফিসেই পোস্টমাস্টারের ঝুলন্ত দেহ উদ্ধার, নেপথ্যে কি বড় কোনও অভিযোগে নাম জড়ানো?
এরপরই থানায় খবর দিলে ঢোলাহাট থানায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি একটি অস্বাভাবিক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। শিক্ষকের পরিবারের লোকজনকেও খবর পাঠানো হয়েছে।

প্রয়োজনে ওই শিক্ষকের পরিবারের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান হয়েছে। পারিবারিক অশান্তির কারণেই কি এই আত্মহত্যা? তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, শিক্ষকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর স্কুলের পড়ুয়া ও সহকর্মীদের মধ্যে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই হুগলি জেলার কোদালিয়ার সুকান্তনগরে এক শিক্ষকের আত্মহত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃত শিক্ষকের (School Teacher) নাম ভক্তদাস অধিকারী (৩৬)। দাদপুরের বাবনান হাইস্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন তিনি। ২০১৯ সালে তিনি চাকরিতে যোগ দেন বলে জানা যায়।

Higher Secondary Examination : টুকলি করতে বাধা দেওয়ায় প্রতিবাদে ভাঙচুর পরীক্ষার্থীদের! বিশৃঙ্খলা রুখতে আসরে পুলিশ
ভক্তদাস অধিকারীকে নিজের ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে তাঁর পরিবার। এরপরেই চুঁচুড়া থানার পুলিশকে খবর দেওয়া হয়। আত্মহত্যার কারণ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। মৃত্যুর কয়েকদিন পরেই স্থানীয় ডিআই অফিসে তাঁর ডক্যুমেন্ট ভেরিফিকেশনের কাজ ছিল বলে পরিবার সূত্রে জানা যায়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *