Anubrata Mondal : কেষ্টর গ্রেফতারির পর ভোলে ব্যোম রাইস মিলে শ্মশানের স্তব্ধতা! বিস্ফোরক দাবি চালকল শ্রমিকদের – anubrata mondal rice mill workers allegedly not getting salary after anubrata mondal arrest


গোরু পাচার মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অনুব্রতর গ্রেফাতারির পর থেকে বোলপুরের কালিকাপুরে অবস্থিত ভোলে ব্যোম রাইস মিলে ঠিক যেন শ্মশানের নীরবতা। অনুব্রত গ্রেফতারির পর থেকে এই রাইস মিলের সঙ্গী শুধুই নিস্তব্ধতা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালে এই রাইস মিলের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত ট্রাক, ট্র্যাক্টর ও অন্যান্য মালবাহী গাড়ি। রাইস মিলের কর্মীরা সারাদিন ধান শুকোতে ব্যস্ত থাকতেন। রাইস মিলের বিভিন্ন যন্ত্র চলার আওয়াজ দূর থেকে শোনা যায়। অনুব্রতর গ্রেফতারির পর দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে এই রাইস মিল। বেতনও পাচ্ছেন না শ্রমিকরা।

Cattle Smuggling Case : গোরু পাচার মামলায় CBI স্ক্যানারে ২ চালকল মালিক, নিজাম প্যালেসে চলছে জিজ্ঞাসাবাদ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১১ সাল অবধি এই রাইস মিলটি হারাধন মণ্ডল নামে এক ব্যক্তির মালিকানাধীন ছিল। রাইস মিলে তাঁর ছেলের অংশীদারিত্বও ছিল। পরবর্তীকালে এই রাইস মিলটি অনুব্রত মণ্ডলকে বিক্রি করে দেওয়া হয়। এই রাইস মিলের সংলগ্ন আরও একটি চালকলও কিনেছিলেন অনুব্রত, স্থানীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে। দুই রাইস মিলকে এক করে নাম দেওয়া হয় ভোলে ব্যোম নামকরণ করা হয়।

তবে এই চালকলটি অনুব্রত কিনলেও খাতায় কলমে তাঁর মালিক ছিলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। অনুব্রতকে গ্রেফতারির পর সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছিল যে স্ত্রী ছবি ও কন্যা সুকান্যার নামে রাইস মিলটি কিনেছিলেন কেষ্ট। সিবিআইয়ের দাবি, মাত্র ৮ লাখ টাকায় এই চালকলটি কেনা হয়েছিল।

Anubrata Mondal Daughter : ‘মেয়েটা বাড়িতে একা, খোঁজ -খবর রাখিস’, কেষ্ট-কন্যা সুকন্যাকে দেখভালের পরামর্শ মমতার
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, মৃত্যুর পর অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডলের শ্রাদ্ধানুষ্ঠানে লক্ষাধিক লোকের খাওয়া দাওযার ব্যবস্থা করা হয়েছিল। এমনকী এই রাইস মিলে অনেক প্রভাবশালী মানুষকে আসতেও দেখা যেত। এমনকী বহু নামী মানুষ এখানে প্রতিনিয়ত আসতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভোলে ব্যোম রাইস মিলের এক কর্মী এই প্রসঙ্গে বলেন, “আগে নিয়মিত সঠিক সময়ে বেতন পেতাম। অনুব্রত মণ্ডলের গ্রেফাতারির পর থেকে আমরা আর বেতন পাচ্ছি না। খুবই সমস্যা মধ্যে রয়েছি। এইভাবে বেতন ছাড়া কতদিন চলবে জানি না।”

Anubrata Mondal Latest Update: তিহাড় বন্দি অনুব্রতর শ্বাসকষ্ট, ভর্তি জেলের ডাক্তারখানায়
উল্লেখ্য ২০২২ সালের ১১ অগস্ট গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। আসানসোল কেন্দ্রীয় সংশোধনাগারে থাকাকালীন তাঁকে গ্রেফতার করে ইডিও। তদন্তকারীদের দাবি, গ্রেফতারির পর থেকে অনুব্রত ও তাঁর কন্যার বিরুদ্ধে একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। অনুব্রত মণ্ডলকে এই মুহূর্তে তিহাড়ে রয়েছে। আাগামী দিনে এই মামলা কোন দিকে যায়, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *