Bikash Bhattacharya : ‘মোদীর কেন ২ বছরের সাজা নয়?’ অভিষেকের মন্তব্যকে ‘শিশুসুলভ’ কটাক্ষ বিকাশের – bikash ranjan bhattacharya reacts on abhishek banerjee comment on narendra modi


Produced by Rupsa Ghosal | EiSamay.Com | Updated: 29 Mar 2023, 8:47 pm

নরেন্দ্র মোদীর সাজা হবে না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্ন নিয়ে এবার কটাক্ষ করলেন বিকাশ ভট্টাচার্য।

 

Bikash Bhattacharya On Abhishek Banerjee
Bikash Bhattacharya On Abhishek Banerjee : অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিকাশ ভট্টাচার্য।

হাইলাইটস

  • নরেন্দ্র মোদীর সাজার দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • প্রধানমন্ত্রীকে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের
  • অভিষেককে কটাক্ষ বিকাশের
শহিদ মিনারের সভাস্থল এবং রেড রোডের ধরনা মঞ্চ থেকে নরেন্দ্র মোদীকে নিশানা করেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তাঁর দাবি, রাহুল গান্ধীর সাংসদ পদ যদি খারিজ করা হতে পারে, তবে মোদীকে কেন ২ বছরের সাজা ঘোষণা করা হবে না? এই বক্তব্য নিয়েই রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়ে গিয়েছে। অভিষেকের এই মন্তব্যকে ‘শিশুসুলভ’ বলে কটাক্ষ করলেন বিকাশ ভট্টাচার্য।

Abhishek Banerjee: প্রধানমন্ত্রী যে ‘দিদি ও দিদি’ বলেছিলেন তাঁর পদ খারিজ হবে না কেন: অভিষেক

কী বললেন বিকাশ ভট্টাচার্য?

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে এই সময় ডিজিটালকে আইনজীবী তথা বাম সাংসদ বিকাশ ভট্টাচার্য বলেন, “দিদিকে কটাক্ষ করা আর রাহুলের বিয়টি এক নয় এদের কোনও জ্ঞানগম্বি নেই। রাহুল গান্ধীর বিরুদ্ধে একজন অভিযোগ করেছিলেন তিনি না কি মোদী কমিউনিটিকে অপমান করেছেন। তার ভিত্তিতে আদালত একটি রায় দিয়েছে এবং রাহুল গান্ধীর দু’বছরের সাজা হয়েছে। তাঁর সংসদের সদস্যপদ খারিজ করে দেওয়া হয়েছে। এই পদ্ধতি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আমাদেরও অনেক প্রশ্ন রয়েছে। সেটা অন্য বিষয়। কিন্তু, তার সঙ্গে এখানে নির্বাচনী সভায় দু’বছর আগে মোদী কী বলেছেন, যেটা আদালতের নজরেও আনা হয়নি, এই দুই বিষয়কে মিলিয়ে দেওয়া খানিকটা শিশুসুলভ। এগুলো সব হাততালি পাওয়ার জন্য় বলা হচ্ছে। এগুলোর কোনও ভিত্তি নেই।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *