Howrah News : বঙ্গকন্যার থাইল্যান্ড জয়, আন্তর্জাতিক যোগাসনে সোনা জিতল হাওড়ার প্রিয়ঞ্জনা – howrah girl won international yoga competition


West Bengal News : ছোটবেলা থেকেই যোগাসনের উপর ঝোঁক ছিল হাওড়া জেলার শ্যামপুরের আমড়দহ অঞ্চলের সীতাপুর গ্রামের প্রিয়ঞ্জনা জানার। আর সেই যোগাসনের হাত ধরেই থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ২ টি সোনার এবং ১ টি রুপোর পদক জয় করল শ্যামপুরের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের অষ্টম শ্রেণীর ছাত্রী প্রিয়ঞ্জনা।

World Boxing Championship : পদক এখন সময়ের অপেক্ষা, মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে নজির গড়ার সামনে লভলিনারা
শুক্রবারই প্রিয়ঞ্জনা ব্যাঙ্কক থেকে বাড়ি ফিরেছে। অন্যদিকে প্রিয়ঞ্জনার এই সাফল্যে তার পরিবারের সদস্যদের পাশাপাশি খুশি এলাকার মানুষ ও তার সহপাঠীরা। জানা গিয়েছে, গত ২৭ শে এবং ২৮ শে মার্চ ৮ম আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতার আসর বসেছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে। প্রতিযোগিতায় ট্র্যাডিশনাল, রিদিমিক এবং আর্টিস্টিক বিভাগের যোগাসন প্রতিযোগিতায় ভারত ছাড়াও সাতটি দেশের প্রতিযোগীরা ৮ টি ক্যাটাগরিতে অংশ নিয়েছিল। হাওড়া জেলা থেকে প্রিয়ঞ্জনা জানা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।

National Junior Gymnastics Competition 2023 : জাতীয় জুনিয়র জিমন্যাস্টিকে বড় সাফল্য নবদ্বীপের ১০ খুদের, ৩২ টি পদক লাভ
গত ২৮ শে মার্চ হওয়া প্রতিযোগিতায় প্রিয়ঞ্জনা ট্র্যাডিশনাল যোগাসনে সোনার পদক, রিদিমিক যোগাসনে সোনার পদক এবং আর্টিস্টিক যোগাসনে রুপোর পদক লাভ করে। প্রিয়ঞ্জনা জেলা, রাজ্য, জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য পাওয়ার পর এবার আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সাফল্য পেল।

Nikhat Zareen Gold Medal : ‘এটা দেশের জন্য…’, বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেডেল জিতে মন্তব্য ‘সোনার মেয়ে’ নিখাতের
মাত্র ৩ বছর বয়সে বাড়িতে যোগাসনের হাতেখড়ি প্রিয়ঞ্জনার‌। যোগাসনের পাশাপাশি নৃত্যের প্রতি ঝোঁক বাড়ে শ্যামপুরের এই কিশোরীর। পরবর্তী সময় নৃত্য শিক্ষিকার পরামর্শে বছর তিনেক আগে প্রিয়ঞ্জনা যোগাসন শেখার জন্য ভর্তি হয় উলুবেড়িয়ার বাগ বডি বিল্ডিং সেন্টারে।

Nitu Ghanghas : মঙ্গোলিয়ার প্রতিপক্ষকে হারিয়ে সোনা জয়, বক্সিংয়ে ইতিহাস নীতু ঘাঙ্ঘাসের
এখানেই শিক্ষক প্রদীপ দেড়ের কাছে তার যোগাসন শেখা। শুক্রবার প্রিয়ঞ্জনা জানায়, “আমার বাবা বিদ্যুৎ দফতরের সামান্য মিটার রিডার‌। আর্থিক প্রতিবন্ধকতার মাঝেই পরিবারের সদস্যদের উৎসাহে উলুবেড়িয়ার সেন্টারে যোগাসন শেখার জন্য ভর্তি হই। তবে শ্যামপুর থেকে নদী পেরিয়ে উলুবেড়িয়ায় যেতে প্রচুর সমস্যা হত”।

IIT Jam 2023 : IIT জ্যাম-এ চোখ ধাঁধানো ফল পুরুলিয়ার কৃষক সন্তানের, সাফল্যের রহস্য ফাঁস কৃতী সোমনাথের
প্রিয়ঞ্জনা জানায়, “গত ২৬ শে মার্চ ব্যাঙ্ককের উদ্দ্যেশে রওনা দেওয়ার পর ২৮ শে মার্চ ১০ থেকে ১৫ বছরের সাব জুনিয়র বিভাগের প্রতিযোগিতায় অংশ নিই। এরপর প্রতিযোগিতায় ২ টি সোনার ও ১টি রুপোর পদক লাভ করি”। আগামীদিনে আরও প্রতিযোগিতায় নামার ইচ্ছে থাকলেও পরিবারের আর্থিক প্রতিবন্ধকতা তাকে ভাবাচ্ছে।

এদিন প্রিয়ঞ্জনা জানায় যদি সরকারের পক্ষ থেকে বোয়ালিয়ায় নদীর উপর সেতু তৈরি করে দেওয়া হয় তাহলে তার মতন অনেকেই উপকৃত হবে। প্রিয়ঞ্জনার মা এই বিষয়ে জানান, “ছোট থেকেই আমাদের মেয়ের যোগাসনের প্রতি আকর্ষণ। আমরা কোনোদিন এতে বাধা দিইনি। ও সম্পূর্ণ নিজের চেষ্টাতেই আজকে এই সাফল্য লাভ করেছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *