Akanksha Dubey Suicide: মৃত্যুর রাতে অচেনা ব্যক্তির সঙ্গে হোটেলে আকাঙক্ষা, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্যকর তথ্য


Akanksha Dubey Viral Video, Akanksha Dubey Suicide, Bhojpuri Actress, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত  রবিবার সকালেই গঙ্গাপাড় থেকে ভেসে আসে দুঃসংবাদ। মাত্র ২৫ বছরেই আত্মহত্যা করেন জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী আকাঙক্ষা দুবে। বেনারসের একটি হোটেল থেকে উদ্ধার হয় অভিনেত্রীর দেহ। ভোজপুরী সিনেমার জগতে আকাঙক্ষা বেশ জনপ্রিয় ছিলেন। সম্প্রতি তাঁর আগামী ছবির শ্যুটিংয়ে বেনারস গিয়েছিলেন অভিনেত্রী। শ্যুটের পরে সারনাথ হোটেলে ফেরত যান আকাঙ্ক্ষা। তারপরে আর তাকে হোটেল রুমের বাইরে দেখা যায়নি। পরেরদিন সকালে তাঁকে ডাকতে যান অভিনেত্রী মেকআপ আর্টিস্ট। সাড়া না পেয়ে ভাঙা হয় লক। হোটেলের রুম থেকে উদ্ধার হয় জনপ্রিয় নায়িকার ঝলুন্ত দেহ। সম্প্রতি সামনে এসেছে হোটেলের সিসিটিভি ফুটেজ আর সেখান থেকেই উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য।

আরও পড়ুন- Salman Khan| Aishwarya Rai Bachchan| Viral Photo: বিচ্ছেদের ২১ বছর পর আচমকাই একফ্রেমে সলমান-ঐশ্বর্য, সৌজন্যে আম্বানি…

প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, আত্মহত্যাই করেছেন নায়িকা। তবে এর মাঝে সিসিটিভি ফুটেজ থেকে ছড়িয়েছে চাঞ্চল্য। ২৬ মার্চ হোটেলে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় নায়িকার। সেই তদন্তে নেমে পুলিসের হাতে এসেছে নয়া তথ্য। যেদিন রাতে আত্মহত্যা করেন আকাঙ্ক্ষা, সেদিন  রাতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আকাঙ্ক্ষার সঙ্গেই হোটেলে ঢুকতে দেখা যায়। সেই ব্যক্তি প্রায় ১৭ মিনিট ছিলেন আকাঙ্ক্ষার ঘরে। কে সেই ব্যক্তি? তা এখনও জানা যায়নি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিঁড়ি দিয়ে উঠছেন অভিনেত্রী। তাঁর পিছনে এক ব্যক্তির হাতে নায়িকার ব্যাগ। রুমে ঢোকার আগে ব্যাগ থেকে চাবি খুঁজতেও দেখা যায় আকাঙক্ষাকে। তবে ঐ ব্যক্তির মুখ স্পষ্ট নয়। জারি রয়েছে পুলিসের তদন্ত।

আরও পড়ুন-Subhashree Ganguly: পোস্টে ইংরাজি বানান ভুল, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে শুভশ্রী…

প্রসঙ্গত, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ড্রিম গার্ল এই ডিভা মির্জাপুরের বিন্ধ্যাচলের বাসিন্দা। পরে মা-বাবার সঙ্গে মুম্বই চলে যান তিনি। বাবা-মা যখন চেয়েছিলেন মেয়ে আইপিএস হোক, তখন রুপোলি পর্দায় নিজের স্বপ্ন পূরণের পথ বেছে নেন আকাঙ্ক্ষা। ‘মেরি জং মেরা ফয়সলা’ নামের একটি ছবিতে অভিনয়ের পর ‘মুঝসে শাদি করোগি’ (ভোজপুরী), ‘বীরোং কে বীর’, ‘ফাইটার কিং’, ‘কসম পইদা করতে কেআই টু’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। অল্প বয়সেই নিজের জন্য জায়গা করে নিয়েছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে সম্প্রতি কো-স্টার সমর সিং-এর সঙ্গে সম্পর্ক অফিসিয়ালি ঘোষণা করেন আকাঙ্খা। ২০২৩ সালের ভ্যালেন্টাইনস ডে-তে একটি পোস্ট শেয়ার করে তিনি নিশ্চিত করেছেন যে তাঁরা ডেট করছেন। আকস্মিক তাঁর মৃত্যুর খবর সামনে আসায় যোগাযোগ করা যাচ্ছিল না সমরের সঙ্গে। অবশেষে তিনি একটি পোস্ট করে জানিয়েছেন তিনি মর্মাহত। কিন্তু আকাঙ্ক্ষার মৃত্যুর পরেই সমর সিং ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন আকাঙ্ক্ষার মা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *