Bomb Recovered : ইসলামপুরে বিস্ফোরণে গুরুতর জখম ১, উদ্ধার ১২টি তাজা বোমাসহ একাধিক সরঞ্জাম – huge bomb recovered and a man wounded for bomb blast at islampur


West Bengal News : বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে আহত এক ব্যক্তি। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। দিনের বেলায় এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যাক্তিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সোমবার ইসলামপুরের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের বানিয়াভিটা গ্রামে এক ব্যক্তি বোমা বাঁধতে গিয়ে আহত হন। যদিও আহত ব্যাক্তির আত্মীয়দের দাবি, দুষ্কৃতীরা তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। তাতেই সে আহত হয়েছে। যদিও স্থানীয়দের দাবি, বোমা বাঁধতে গিয়েই তফিজুল হক আহত হয়েছে।

BJP Leader : বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ, উত্তেজনা শান্তিপুরে
স্থানীয় বাসিন্দারা ইসলামপুর থানায় খবর দেন। ঘটনাস্থল থেকে ১২ টি তাজা বোমা ও বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করেছে ইসলামপুর থানার পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আগডিমটি খুন্তি গ্রাম।

সোমবার দুপুরে আগডিমটি খুন্তি অঞ্চলের বানিয়াভিটা গ্রামে তফিজুল হক নামে এক ব্যক্তির বাড়িতে বোমা ফাঁটার শব্দে এলাকা কেঁপে উঠে। বোমার আওয়াজে এলাকার মানুষ সেখানে ছুটে আসে। তফিজুল হকের আঘাত গুরুতর থাকায় দ্রুত তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয়

Murshidabad Fire Incident : ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩০ টি বাড়ি, সাহায্যের আর্তি সর্বশান্ত গ্রামবাসীদের
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আহত তফিজুল হকের আত্মীয় নৌশাদ আলি জানিয়েছেন, “তফিজুল হক ফাঁকা জায়গায় বাড়ি বানাচ্ছিল। বেলা ১২ টার নাগাদ দুস্কৃতীরা আচমকাই তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। বোমা ফেটে তফিজুল হক আহত হয়েছেন।”

তবে কেন তাঁর লক্ষ্য করে বোমা মারা হল তার কারণ জানাতে পারেননি পরিবারের সদস্যরা। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে তদন্ত শুরু করেছে। যদিও স্থানীয়দের দাবি, বোমা বাঁধতে গিয়েই তোফিজুল হক আহত হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা মজিরুল হক বলেন, “আমি সকালে বাগানে জল দিচ্ছিলাম। এরপর হঠাৎ একটা বিকট আওয়াজ শুনতে পাই। তারপর খোঁজ নিয়ে দেখি এখানে বোমা বানানো হচ্ছিল। আমি পুলিশকে ফোন করি।” স্থানীয় একজনের বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল বলে তিনি দাবি করেন।

TMC Vs ISF : দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ে TMC-ISF সংঘর্ষ, দুপক্ষের হাতাহাতিতে আহত একাধিক
পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক বলে আবেদন জানিয়েছেন তারা। বোমা বাঁধার ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখছে ইসলামপুর থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *