Duare Sarkar Camp : সামনেই পঞ্চায়েত নির্বাচন, ‘দুয়ারে সরকার’ নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার – west bengal government extended date of duare sarkar camp know details


West Bengal Government : পঞ্চায়েত নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। বাড়ানো হল দুয়ারে সরকার শিবিরের সময়সীমা। আগামী ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দুয়ারে সরকার শিবিরের গৃহীত আবেদনের পরিষেবা প্রদানের সময়সীমা ধার্য ছিল। সেই সময়সীমা বাড়িয়ে করা হল আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

সোমবার রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানায় হয়, আগে ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যের সর্বত্র দুয়ারে সরকার শিবিরে যে আবেদন গৃহীত হয়, তার পরিষেবা প্রদান করা হবে। এদিন সেই তারিখ বর্ধিত করে ৩০ এপ্রিল করা হয়েছে।

Duare Sarkar 2023 : দুয়ারে সরকার শিবিরের থিম লক্ষ্মীর ভাণ্ডার, তাক লাগাল বাগনান গ্রাম পঞ্চায়েত
এমত সিদ্ধান্তে রাজ্যের সমস্ত জেলায় শিবিরের আয়োজনের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশিকাও দেওয়া হয়। গত ১ এপ্রিল থেকে রাজ্যের সমস্ত জেলায় শুরু হয় দুয়ারে সরকারের ষষ্ঠ দফার কর্মসূচি। মাসের পয়লা তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত রাজ্যের সমস্ত জনহিতকর প্রকল্পের আবেদন গ্রহণের ব্যাপারে দিন নির্ধারিত হয়।

একইভাবে, ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত গৃহীত আবেদনের পরিষেবা প্রদানের জন্য দিনক্ষণ নির্ধারিত হয়েছিল। সেই তারিখ বাড়িতে করা হল আগামী ৩০ এপ্রিল। ফলত, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুয়ারে সরকার শিবির চলবে।

Duare Sarkar : দুয়ারে সরকারে আবেদন পূরণে এগিয়ে এলেন পুরপ্রধান, আপ্লুত গ্রামবাসীরা
প্রশাসন সূত্রে খবর, এবার ১৬টি দফতরের উদ্যোগে ৩৩টি সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে এই শিবিরে। এবার মূখ্য আকর্ষণ রয়েছে নতুন তিনটি প্রকল্প মেধাশ্রী, বাংলা কৃষি সেচ যোজনা ও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প। ইতিমধ্যেই জেলায় জেলায় দুয়ারে সরকার শিবিরে ব্যাপক সাড়া মিলেছে। অন্যান্য প্রকল্পকে ছাপিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভালো আবেদন পড়েছে বলে জানা গিয়েছে।

চলতি দুয়ারে সরকার কর্মযজ্ঞে প্রথমবার বুথস্তরে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিবিরের কাজ তদারকির দায়িত্বে রয়েছেন ৪৪ জন সিনিয়র আইএএস অফিসার। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, তফশিলি জাতি, আদিবাসী ও ওবিসিদের শংসাপত্র, জয় জোহার, তফশিলি বন্ধু পেনশন প্রকল্প, মানবিক প্রকল্পের মতো ৩৩ টি প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে দুয়ারে সরকার থেকে।

Lakshmir Bhandar : পিছিয়ে সমস্ত প্রকল্প, দুয়ারে সরকার শিবিরে সেঞ্চুরি হাঁকাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার
পঞ্চায়েত নির্বাচনের আগে মানুষের দুয়ারে সরকারি প্রকল্পগুলির সাহায্য পৌঁছে দিতে এপ্রিল মাসেই এই শিবির করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। প্রায় ৩৪ শতাংশ শিবির আছে মোবাইল মোডে। মূলত প্রত্যন্ত এলাকার মানুষের সুবিধার কথা ভেবে এই শিবির হবে। জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *