Malda News : মা-বাবার বকুনি থেকে রেহাই পেতে ঘর ছেড়েছিলেন দুই বান্ধবী! তদন্তে নেমে ২ নাবালিকাকে উদ্ধার পুলিশের – two minor girls from malda elope from house police rescued them


West Bengal News : কাঁধে ব্যাগ নিয়ে কাকভোরেই বাড়ি থেকে পালিয়েছিল দুজন। যদিও পালিয়ে গেলেও শহর ছাড়েনি তাঁরা। ঘাপটি মেরে লুকিয়েছিল শহরের মধ্যেই। আর তাতেই তাঁদের খুঁজে পেতে নাভিশ্বাস উঠল পুলিশের। মালদা জেলার চাঁচল শহরে দুই বান্ধবীর বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কাণ্ডকে ঘিরে রহস্য ছড়াল এলাকায়।

Jhargram News : নাবালিকা প্রেমিকাকে নিয়ে উধাও যুবক! ছেলের অপকর্মে শ্রীঘরে বাবা
পরিবারে বাবা মায়ের কড়া শাসন ও বকুনি থেকে রেহাই পেতেই বাড়ি ছেড়েছিল দুই বান্ধবী, এমনটাই জানিয়েছে তাঁরা। শহরের বুকে ভাড়া বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে আশ্রয় নিয়েছিল ওই দুই নাবালিকা। ওই নাবালিকাদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করার পরই তদন্তে নেমে শহরের বুক থেকে দুই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। বুধবার রাতে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচল শহর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই নাবালিকা একই স্কুলে অষ্টম শ্রেনীতে পাঠরত।

Malda TMC : ভোটের মুখে নদী বাঁধ পরিদর্শনে তৃণমূল বিধায়ক, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে
তাদের বাড়ি চাঁচলের একটি গ্রামে। ৭ই এপ্রিল বাড়ি থেকে তারা নিখোঁজ হয়। তারপর দুই সমবয়সী বান্ধবী চাঁচলের একটি লজে আত্মগোপন করার চেষ্টা করে। তবে লজ কর্তৃপক্ষ তাদের থাকতে দেয়নি। পরে তারা সামসি স্টেশনে দীর্ঘক্ষণ বসে থাকে। সেই সন্ধ্যায় এক নাবালিকার আত্মীয় সামসি স্টেশনেও তাঁদের খোঁজ নিতে যায়।

Dakshin 24 Pargana : বাড়ি ফাঁকা থাকার সুযোগ! জল খাওয়ার অছিলায় বন্ধুর মেয়েকে ধর্ষণের অভিযোগ
কিশোরীরা আড়াল থেকে ওই আত্মীয়কে দেখে অন্যত্র লুকিয়ে যায়। যা পুলিশের কাছে CCTV ফুটেজে ধরা পড়েছে। পুলিশের কাছে ওই দুই নাবালিকা আরও জানিয়েছে, তারা একটি রিসর্টে সারাদিন কাটিয়েছে। বেলা শেষে আবার চাঁচলে আসে। চাঁচলের একটি বাড়িতে পেয়িং গেষ্ট হিসেবে আত্মগোপন করে।

West Bengal BJP : দিলীপের জেলা সফরের মাঝেই BJP-তে ভাঙন, পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক
এদিকে ওই দুই বান্ধবী স্কুল ও টিউশন না যাওয়ায় বাড়ির মালিকের সন্দেহ হয়। শেষে বাড়ির মালিকও তাদের তাড়িয়ে দেয় । এরপরেই দিশেহারা হয়ে শহরের বুকে ঘোরাফেরা করে ওই দুই বান্ধবী। অবশেষে তারা পুলিশের হাতে ধরা পড়ে। বাবা মায়ের বকুনি ও কড়া শাসনের জন্যই তারা ঘর ছেড়েছিল বলে পুলিশের কাছে জানিয়েছে। গতকাল ওই দুই নাবালিকাকে উদ্ধার করে চাঁচল মহকুমা আদালতে তোলে চাঁচল থানার পুলিশ।

Alipurduar News : নেশাগ্রস্ত অবস্থায় কিশোরীকে ধর্ষণ নাবালকের! গর্ভবতী পঞ্চম শ্রেণির ছাত্রী
আজ দুই নাবালিকাকে পাঠানো হয় মালদা শিশু সুরক্ষা কমিশনে। এই বিষয়ে এক নাবালিকার পরিবারের এক সদস্য জানান, “দুজন একসঙ্গে নিখোঁজ হয়ে যাওয়াতে আমরা ভেবেছিলাম যে কোনও বড় বিপদ ঘটে গিয়েছে, বা কোনও অসৎ সঙ্গে পড়েছে। পুলিশকে খবর দেওয়া হলেও তাই প্রচুর দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু শেষে এরকম খবর পাবো ভাবতে পারিনি। যাই হোক, অল্পের ওপর দিয়ে বিপদ কেটে গিয়েছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *