Bashirhat Municipality : এক ফোনেই জানান অভিযোগ! বসিরহাট পুরসভার নয়া হেল্পলাইন নম্বর জানেন তো? – bashirhat municipality starts new initiatives to prevent dengue


২০১৯ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলর তরফে চালু হয়েছিল ‘দিদিকে বলো’ হেল্পলাইন চালু করেছিল তৃণমূল। খানিক এক কায়দায় পুর এলাকার নাগরিকদের জন্য হেল্পলাইন পরিষেবা চালু করল বসিরহাট পুরসভা। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘এক ফোনেই পুরসভাকে বলুন’।

মঙ্গলবার পুরসভা ভবনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান অদিতি রায়। পুরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকারও উপস্থিত ছিলেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ৭০০১৬৫২৫৯২ নম্বরে ফোন বা হোয়াটস্যাপ করে তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন এলাকার বাসিন্দারা।

Kolkata Municipal Corporation : জন্ম-মৃত্যু শংসাপত্র থেকে মিউটেশন বাড়ি বসেই! দুয়ারে পরিষেবা নিয়ে ভাবনা কলকাতা পুরসভার
অসহ্য দহনে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ। পাশাপাশি বাড়ছে মশার বাড়বাড়ন্ত। এই কারণ ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। বিগত বেশ কিছু বছরে বসিরহাটের স্বরূপনগর, বাদুড়িয়া ও হাড়োয়া এলাকায় মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে। বিগত বছর গুলি থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই তৎপর বসিরহাট পুরসভা।

পুরসভা সূত্রে খবর, মূলত মশাবাহিত রোগ নিয়ে এই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। মঙ্গলবার বসিরহাটের কনফারেন্স রুমে এই পরিষেবার সূচনা করেন। পুরসভার চেয়ারম্যন, ভাইস চেয়ারম্যান ছাড়া কাউন্সিলররা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Municipal Corporation : ছোট পুরসভাতেও এবার চেয়ারম্যান ইন কাউন্সিল
পুরসভা সূত্রে জানা গিয়েছে, চালু হওয়া হেল্পলাইন নম্বরে ফোন বা হোয়াটস্যাপ করে এলাকার যে কোনও ব্যক্তির জ্বর বা ডেঙ্গুর লক্ষণের কথা জানালে তাঁদের পুরসভার তিনটির যে কোনও একটি পরীক্ষাগারে রক্ত পরীক্ষার বন্দোবস্ত করা হবে। দিনের দিনই সেই রিপোর্ট সংশ্লিষ্ট ব্যক্তিকে জানানো হবে। এর পাশাপাশি অপরিষ্কার এলাকা বা জল জমে থাকার ছবিও এই নম্বরে হোয়াটস্যাপ করে পাঠানো যাবে।

পুর চেয়ারম্যান অদিতি মিত্র এই প্রসঙ্গে বলেন, “যেভাবে ডেঙ্গু বাড়ছে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বসিরহাট পুরসভার সব কটি ওয়ার্ড আয়তনে বড়। অনেকে ক্ষেত্রেই সব জায়গায় কাউন্সিলরদের পক্ষে পৌঁছন সম্ভব হয় না। সেই কারণে সাধারণ মানুষের থেকে আমরা সাহায্য চাইছি। তাঁরা যদি জঞ্জালে ছবি আমাদের পাঠায় আমরা তবে সেই অনুযায়ী পদক্ষেপ করতে পারব। এর পাশাপাশি রক্ত পরীক্ষা নিয়ে ডেঙ্গু বা অজানা জ্বর আক্রান্ত রোগীদে রিপোর্ট জানিয়ে দেওয়া হবে।”

Hooghly News: পয়লা বৈশাখে বাচ্চাদের জন্য পোশাক কেনারও টাকা নেই! বিক্ষোভ চুঁচুড়া পুরকর্মীদের
স্বাভাবিকভাবে পুরসভার এই উদ্যোগে খুশি স্থানীয়রা। অমিত পোদ্দার নামে এক এলাকাবাসী এই প্রসঙ্গে বলেন, “পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এখন থেকে সহজেই মশাবাহিত রোগের কথা পুরসভাকে জানানো সম্ভব হবে। এতে এলাকাবাসী উপকৃত হবেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *