Mahua Moitra:’একটা পরিবারের সকলে সমান হয় না…’, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সাফাই মহুয়ার – mahua moitra comments on tmc group clash and sagardighi election results


কৃষ্ণনগরের সাংসদের নিশানায় কংগ্রেস ও সিপিএম। ”বাংলার মানুষ বিজেপির উগ্রসংস্কৃতিকে পছন্দ করে না আর সিপিএম হিংস্রতার জন্যই ক্ষমতা হারিয়েছে,” মন্তব্য তৃণমূল সাংসদের। বুধবার নদিয়া জেলা পরিষদ হলে নদিয়া উত্তর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভায় এভাবেই রাজ্যের বিরোধী দুই দল বিজেপি এবং সিপিএমকে আক্রমণ করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। এদিন সাগরদিঘি নির্বাচনে তৃণমূলের হার নিয়েও সরব হন তিনি।একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও মুখ খোলেন মহুয়া মৈত্র। তিনি বলেন, ”একটা পরিবারের সকলে এক হয় না হাতের যেমন পাঁচটা আঙুল যেমন সমান থাকে না।”

Abhishek Banerjee: ২০১৮-র পুনরাবৃত্তি নয়, গোষ্ঠী কোন্দলে কোচবিহারের দুই বড় নেতার ‘চাকরি নট’-এর হুঁশিয়ারি অভিষেকের

সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের পরাজয় সম্পর্কে কৃষ্ণনগরের সাংসদ বলেন, ”বিজেপি এতদিন যেভাবে হেরে এসেছে ঠিক তেমনি ভাবেই হারবে পঞ্চায়েত নির্বাচনেও। উপনির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যখন নিজের আসন ছেড়েছিলেন তখন সেই আসন হেরে গিয়েছিল। দীপা দাশমুন্সিও যখন তাঁর আসন ছেড়েছিল সেটাও হেরে গিয়েছিল কংগ্রেস। উপনির্বাচনে যে কেন্দ্র বা রাজ্যে আছে তারাই যে জিতবে এমন কোন কথা নয় এটা একটা প্যাটার্ন নয়।” মন্তব্য মহুয়া মৈত্রর। সাগরদিঘি উপনির্বাচনের কোনও প্রভাব পঞ্চায়েত নির্বাচনে পড়বে না বলেই জানান কৃষ্ণনগরের সাংসদ।

Abhishek Banerjee TMC: ‘এবির স্ট্র্যাটেজি: ফেয়ার ইলেকশন অ্যান্ড ক্লিন ইমেজ!’ টিকিট পাবেন? ফিসফাস নেতাদের

পঞ্চায়েত নির্বাচনের আগে কালীগঞ্জের মোলান্দি গ্রামে বেশ কয়েকবার বোমা উদ্ধার হয়েছে। সেই সম্পর্কেও কড়া প্রশাসন। মহুয়া বলেন, ”পঞ্চায়েতে অশান্তি রুখতে সতর্ক থাকতে প্রশাসন বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। সেখানেও পুলিশকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি করে বোমা উদ্ধার করতে হবে। এ নিয়ে কোনও ষড়যন্ত্র করা চলবে না।” এই বলেও হুঁশিয়ারি দেন কৃষ্ণনগরের সাংসদ।

Trinamool Congress: তৃণমূলের নতুন কমিটি ঘোষণার দিনেই গোষ্ঠীকোন্দল, চেয়ার ছাড়লেন জেলা সভাপতি

উল্লেখ্য, অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনই লক্ষ্য জোড়াফুল শিবির। জেলার সমস্ত নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি কোনওভাবে যেন ২০১৮-এর প্রভাব ২০২৩-এ না পড়ে। ২০১৮-এ যেভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তাঁর পুনরাবৃত্তি যেন না হয় বলে সতর্ক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *