Jhargram News : বিশেষ চাহিদা সম্পন্ন প্রৌঢ়াকে বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা! ধৃত বাড়ির পরিচারিকা – maid arrested in jhargram allegedly trying for killing a woman


বিশেষ চাহিদা সম্পন্ন এক প্রৌঢ়াকে বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ওই বাড়ির পরিচারিকাকে গ্রেফতার করেছে পুলিশ। ঝাড়গ্রাম শহরের ৬ নাম্বার ওয়ার্ডের বলরামডিহি এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের চেষ্টার পাশাপাশি ওই মহিলার বিরুদ্ধে চুরির চেষ্টারও অভিযোগ উঠেছে।পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় গ্রেফতার হওয়া মহিলার নাম অঞ্জনা মাহাতো (২৩)। ঝাড়গ্রাম শহরের ৫ নম্বর ওয়ার্ডের চাঁদাবিলা এলাকায় তাঁর বাড়ি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত করতে শুরু করেছে পুলিশ। এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Dakshin 24 Pargana : চুরির তদন্তে গিয়ে কুকুরের কামড় খেল পুলিশ! নরেন্দ্রপুরে অবাক করা ঘটনা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষিকা বলরামডিহির বাসিন্দা লতা শিটের বাড়িতে এই ঘটনা ঘটেছে বলেই জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর, তাঁর স্বামী কয়েক বছর আগে মারা যাওয়ার পর থেকেই বাড়িতে একাই থাকেন ওই শিক্ষিকা। তাঁর বিবাহিতা মেয়ে ওড়িশার ভুবনেশ্বরে থাকেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাত মাস আগে অবসরপ্রাপ্ত শিক্ষিকার বাড়িতে পরিচারিকার কাজ করতে আসে অঞ্জনা। কিন্তু দশ দিন কাজ করানোর পর তাঁর কাজ ছাড়িয়ে দেন প্রৌঢ়া। কয়েক সপ্তাহ আগেও ওই পারিচারিকা ফের সেখানে কাজের জন্য এসেছিলেন। কিন্তু তাঁকে কাজে নেওয়া হয়নি।

Cooch Behar Mystery : পরনে ব্রা, ঠোঁটে লিপস্টিক! বাড়ি ফিরে স্বামীর করুণ পরিণতি দেখে চিৎকার স্ত্রীর
গত ১০ এপ্রিল অবসরপ্রাপ্ত শিক্ষিকা ওডিশায় তাঁর মেয়ের বাড়িতে যান। বাড়ি ফাঁকা রাখবেন না বলে তাঁর অবিবাহিত বিশেষ চাহিদা সম্পন্ন ননদ পূর্ণিমা শিটকে বাড়িতে রেখে যান। গত বৃহস্পতিবার সকালে ওই পরিচারিকা ফের শিক্ষিকার বাড়িতে আসে। তারপর প্রৌঢ়া পূর্ণিমার সঙ্গে কথা কথা কাটাকাটি হয়। তারপর পূর্ণিমার মুখে বালিশ চাপা দিয়ে খুন করার চেষ্টা করে। এমনকী পূর্ণিমার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ।

আত্মীয়রা তাঁকে খাবার দিতে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। তারপর তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার বাড়ি ফিরে এসে ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ করেন শিক্ষিকা লতা শিট। রাতেই অভিযুক্ত পরিচারিকাকে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ।

Alipurduar News : মাকে গলা টিপে খুন ছেলের, চাঞ্চল্যকর ঘটনা আলিপুরদুয়ারে
শুক্রবার ধৃত পরিচারিকাকে ঝাড়গ্রামের সিজেএম বিচারকের এজলাসে তোলা হয়। তার থেকে সোনার গহনা উদ্ধার করা হয়েছে। ঘটনার পিছনে আর কেউ আছে কিনা তা জানার জন্য ওই মহিলার পুলিশি হেফাজতের আবেদন করা হয়। বিচারক ধৃত অঞ্জনা মাহাতোকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *