Kolkata Temperature Today : সাহারা-থর ফেল, বিশ্বের ২ উষ্ণতম মরুভূমির থেকে বেশি তাপমাত্রা কলকাতার! – kolkata temperature increased from sahara and thar desert explained


হু হু করে বাড়ছে তাপমাত্রা। বেলা গড়াতেই লু বইছে শহরে (Heatwave)। ক্যালকাটা এখন ভেরি হট! ৩৯, ৪০, ৪১, বাড়তে বাড়তে নিজের রেকর্ড নিজেই ভাঙছে তাপমাত্রার পারদ (Kolkata Temperature Today)। এপ্রিলের এই জ্বালাপোড়া গরমে কলকাতাকে মরু রাজ্যের সঙ্গেও তুলনা করতে ছাড়ছেন না কেউ কেউ। মিমাররা এই নিয়ে একাধিক মিম তৈরি করে ফেলেছেন। নেটিজেনরা কলকাতার ছবিতে বসিয়ে ফেলেছেন আস্ত একখান ঊটও।

Hottest April : চৈত্রের বঙ্গে পারদ ৪০ ছুঁইছুঁই, উষ্ণতম এপ্রিলে গলদঘর্ম রাজ্যবাসী

পারদে সাহারা-থরকেও টেক্কা কলকাতার!

৪০ ডিগ্রি তাপমাত্রাছাড়াতেই ওয়েদার চেক রিপোর্টের স্ক্রিনশট পোস্ট করতে শুরু করেছেন সোশাল মিডিয়া ব্যবহারকারীরা। তিলোত্তমাবাসী যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। সাম্প্রতিক অতীতে কলকাতা শহর এমন অস্বাভাবিক গরমের সাক্ষী থাকেনি।আর্দ্রতাজনিত অস্বস্তি ছাড়িয়ে দুপুরের চাঁদিফাটা রোদ এবং গরম হাওয়া নাজেহাল করে তুলছে শহরবাসীকে। কাজে বেরিয়ে ঘেমে নেয়ে একসা হয়ে ফিরছেন সকলেই। এমত অবস্থায় মনকে ফুরফুরে রাখতে তাই মিম শেয়ার করেই দিন কাটাচ্ছেন সকলে।

Kolkata Weather Update : ‘ক্যালকাটা ভেরি হট!’ এপ্রিলেই ৪০ ডিগ্রি ছোঁবে তাপমাত্রার পারদ
কলকাতার এই বর্তমান পরিস্থিতির সঙ্গেই তুলনা টানা হচ্ছে রাজস্থানের থর মরভূমির। কেবলমাত্র তাই নয়, তুলনার তালিকা থেকে বাদ পড়ছে না আফ্রিকার সাহারা মরুভূমিরও। ফেসবুকে একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ১৪ এপ্রিল যেখানে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। সেখানে থর মরভূমির তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। সাহারা মরভূমির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সত্যিই কি মরভূমির থেকেও জ্বালাপোড়া গরম শহরে?

Kolkata Weather : আরও বাড়বে তাপমাত্রা! বঙ্গে ‘রুদ্ররূপ’ আবহাওয়ার

THAR DESERT TEMPERATURE

THAR DESERT TEMPERATURE : থর মরভূমির তাপমাত্রা।

কী বলছেন বিশেষজ্ঞরা?এ প্রসঙ্গে আবহাওয়াবিদ ড. সুজীব কর বলেন, “উত্তর পশ্চিমেপ মরভূমি প্রায় নেই বললেই চলে। যে কোনও সময়ই ভারতের অন্য কোনও অঞ্চলে মরভূমিতে পরিণত হয়ে যাবে। একদিনেক মরভূমি নষ্ট হলে, অন্য দিকে তা বিস্তার লাভ করবে। মধ্য বা উত্তর পূর্বের কোনও একটি অঞ্চলে মরভূমি থাবা বসাবে। তবে সেটা কলকাতা নাও হতে পারে।” তিনি জানান, থর কিংবা সাহারা মরভূমিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৪৮ থেকে ৫৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে কেন কলকাতার সঙ্গে এই তুলনা?

SAHARA TEMPERATURE

SAHARA TEMPERATURE : সাহারা মরভূমির তাপমাত্রা

ড. সুজীব কর বলেন, “আসলে এই তুলনাটা টানা হচ্ছে কারণ কলকাতায় ঘাম হচ্ছে না (Kolkata Weather)। গরম হাওয়া বইছে। যা কার্যত এই অঞ্চলে নজিরবিহীন। এই পরিস্থিতি সাধারণত দেখা যায় মরু অঞ্চলে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *