হতবাক মমতা বন্দ্যোপাধ্যায়
রবিবার একটি টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “উত্তরপ্রদেশের নির্লজ্জ নৈরাজ্য এবং আইন শৃঙ্খলার সম্পূর্ণ পতন দেখে আমি হতবাক। এটা লজ্জাজনক, পুলিশ এবং মিডিয়ার উপস্থিতিতেই এভাবে অপরাধীরা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আমাদের সাংবিধানিক গণতন্ত্রে এ ধরনের বেআইনি কাজের কোনও স্থান নেই।”
যোগী প্রশাসনকে তোপ ফিরহাদের
উত্তরপ্রদেশের BJP সরকার ও যোগী আদিত্যনাথের প্রশাসনকে কটাক্ষ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। শনিবার গোটা ভারতকে চমকে দেওয়া আতিক আহমেদের শ্যুটআউটের প্রসঙ্গে বোলপুরের একটি জনসভা থেকে সরব হন তিনি। তিনি বলেন, “আমাদের এখানে কেউ কোনও অপরাধে কেউ ধরা পড়লে তাঁকে আদালতে নিয়ে যায়। বিচার হয়। আর উত্তরপ্রদেশে এনকাউন্টার হয়।”
৩৫৬ হবে না? প্রশ্ন কুণালের
এদিন যোগী রাজ্যের এই ঘটনা নিয়ে টুইটে তোপ দাগেন কুণাল ঘোষও। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লিখেছেন, “পুলিশি হেফাজতের মধ্যে আবার ভয়ংকর হত্যাকাণ্ড। গোটা রাজ্যের সব জেলায় ১৪৪ ধারা। উত্তরপ্রদেশে ৩৫৬ ধারার পরিস্থিতি কি হয়নি? BJP কী বলে???”