Jiban Krishna Saha : ‘বীরভূমের বাঘ বাবা জীবনকে চুরি করা শিখিয়েছে…’, বিস্ফোরক অধীর – congress leader adhir chowdhury slams arrested tmc mla jiban krishna saha for recruitment scam


নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে (Jiban Krishna Saha) গ্রেফতার করেছে সিবিআই। সাংবাদিক বৈঠক থেকে এই নিয়ে তীব্র আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এই প্রসঙ্গে মুখ খুলতে গিয়ে অনুব্রত মণ্ডল প্রসঙ্গে টেনে আনে অধীর।

Jiban Krishna Saha : শিক্ষকতা করেও প্রচুর সম্পত্তি! অনুব্রতর আশীর্বাদেই কি জেটগতিতে জীবনের উত্থান?
জীবনের গ্রেফতারি নিয়ে মুখ খুলতে গিয়ে তৃণমূলকেও তীব্র ভাষায় আক্রমণ করেন অধীর। তিনি বলেন, “বাবা জীবন তো আর একা নয়। চোরে চোরে গোটা দলটাই পরিপূর্ণ। তৃণমূলে যাঁরা চুরি করতে পেরেছে তাঁদের প্রমোশন হয়েছে। আর যাঁরা চুরি করতে পারেনি তাঁদের ডিমোশন হয়েছে। বাবা জীবনের গুরু বীরভূমের বাঘ। সে বাবা জীবনকে বোঝালো যে কীভাবে চুরি করতে হবে। চুরি করতে করতে বিধায়ক হয়ে গেল। তৃণমূলের যাঁরা চুরি করতে পারেনি, তাঁরা দল ছেড়ে দিয়েছে। তৃণমূল দলে ঢুকতে, পদ পেতে টাকা লাগে।”

মুর্শিদাবাদের জেলা তৃণমূল নেতৃত্বকেও একহাত নেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, “বাবা জীবন একা খায়নি। বাবা জীবন একা ফেঁসে গিয়েছে। মুর্শিদাবাদ জেলার অনের রথী-মহারথীরা জীবনের সঙ্গে যুক্ত। দলের অনেকেই এই দুর্নীতির সঙ্গে জড়িত। তদন্ত আরও এগোলে অনেক নামই বেরবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই দুর্নীতির জাল ছড়িয়ে রয়েছে। সব খুঁজে বের করতে হবে।”

Jiban Krishna Saha : জীবনকৃষ্ণকে নিয়ে আলিপুর আদালতের পথে CBI, জিজ্ঞাসাবাদে আরও ৮ বিধায়কের নাম!
অমিত শাহের বঙ্গ সফর থেকে বেঁধে দেওয়া বিজেপির ৩৫ লোকসভা আসনে লক্ষ্যমাত্র নিয়ে মুখ খোলেন অধীর। তিনি বলেন, “অমিত শাহদের রাজনীতি বাংলায় শিকড় গাঁথতে পারবে না। আমি আগেও একাধিকবার এই কথা বলেছিলাম. বাংলার রাজনীতিতে জাতপাত, সাম্প্রদায়িকতা কখনই গুরুত্ব পেতে পারে না।”

উল্লেখ্য, দীর্ঘ ৬৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। তাঁকে ইতিমধ্যেই মুর্শিদাবাদ থেকে নিজাম প্যালেসের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের অফিসে নিয়ে আসা হয়েছে। তাঁক আজই আলিপুর আদালতে পেশ করা হতে পারে বলে জানা গিয়েছে।

Mamata Banerjee Jiban Krishna Saha : ‘BJP-র গেমপ্ল্যান’, জীবনের গ্রেফতারিতে সরব মমতা
সিবিআই সূত্রে জানা গিয়েছে, জীবনের বাড়ি এলাকা থেকে নথি বোঝায় যে পাঁচটি ব্যাগ উদ্ধার করা হয়েছে, তাতে চাকরিপ্রার্থীদের নাম রয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, প্রতিটি চাকরির সুপারিশের জন্য ৫ থেকে ৮ লাখ টাকা নেওয়া হত বলে জানা গিয়েছে। জীবনকে জেরা করে নতুন কী তথ্য পাওয়া যায় সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *