দক্ষিণবঙ্গে কেমন থাকবে তাপমাত্রা?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাততআগামী শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ (Heatwave In West Bengal) চলবেদক্ষিণবঙ্গের জেলায় জেলায়। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে প্রায় প্রতিটি জেলাতেই। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও একইরকম পরিস্থিতি বজায় থাকবে আরও তিন থেকে চার দিন। শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। বেলা বাড়লেই লু বইবে।
ইদের দিনই তাপমাত্রার পরিবর্তন
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামীশনিবার অর্থাৎ সম্ভাব্য ইদের দিনই আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। প্রচন্ড গরমের হাত থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়।
কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
আগামী শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ দেখা যেতে পারে। হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে। এছাড়া বৃহস্পতি এবং শুক্রবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি?
চলতি সপ্তাহেই ভিজতে পারে রাজ্যের পাঁচ জেলা। তবে দক্ষিণবঙ্গে নয়, বৃষ্টি হবে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। যদিও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কোন জেলায় কত তাপমাত্রা?
সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা (Kolkata Weather) ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাঁকুড়া সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। ক্যানিংয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস। মগরায় ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস,পানাগড়ে ৪৩ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতনে ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস।

 
                     
                     Rainfall Forecast : হাসফাঁস গরমে নাভিশ্বাস, চলতি সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস
Rainfall Forecast : হাসফাঁস গরমে নাভিশ্বাস, চলতি সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস