Subhangshu Roy says he Had Telephonic Conversation with Father Mukul Roy


দিল্লিতে রয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। ফের তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা জোরাল হয়েছে। ছেলে শুভ্রাংশু মঙ্গলবারই সাংবাদিক বৈঠক করে মুকুলের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এমনকী তিনি জানান যে তাঁর বাবা শারীরিক ও মানসিকভাবে সুস্থ নয়। বুধবারও ফের মুকুল-পুত্রের গলায় তাঁর ‘অসুস্থ’ বাবাকে নিয়ে ধরা পড়ল উদ্বেগ।বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল বলেন, “বাবা কেমন আছেন সেটাই খোঁজ পাচ্ছি না। একটা প্রেসক্রিপশন পেয়েছি। যে ওষুধটা দেওয়া হচ্ছে, বাবা সেই ওষুধ খান না। এই ওষুধ বাবা ২০২২ সালে খেতন, এখন তা বদলে গিয়েছে।”

Mukul Roy : CPIM-কে বাংলা থেকে হঠানোই লক্ষ্য! বাম-তৃণমূল ফারাক ভুলে দিল্লিতে এ কোন মুকুল?
মঙ্গলবার শুভ্রাংশু জানিয়েছিলেন যে তাঁর বাবার ফোন বন্ধ সেই কারণে তিনি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এদিন শুভ্রাংশু জানিয়েছেন, মুকুলের সঙ্গে ফোনে তাঁর কথা হয়েছে। শুভ্রাংশু বলেন, “পুলিশের মাধ্যমে বাবার সঙ্গে কথা হয়েছে। এখনও অবধি দু’বার কথা হয়েছে। আমি তাঁর থেকে জানতে চেয়েছিলাম, সাংবাদিকদের তিনি বলেছেন আমাকে জানিয়ে দিল্লি আসার কথা! সেটা কী ঠিক? বাবা জানিয়েছেন যে তিনি আমাকে বা পরিরারের কাউকে জানিয়ে দিল্লি আসেননি। আমি জানতে চেয়েছি, তুমি যেটা করছ, সেটা সজ্ঞানে করছ তো? জবাবে বাবা বলেন, হ্যাঁ!”

দিল্লি গিয়ে ছেলেকে বিজেপি যোগদানের পরামর্শ দেন মুকুল। সেই প্রসঙ্গে শুভ্রাংশু বলেন, “বাবা দিল্লি গিয়ে সিপিএমকে বাংলা থেকে সরানোর কথা বলেছেন। দিল্লির সাংসদ-বিধায়ক হিসেবে দিল্লি এসেছেন বলে জানিয়েছেন। আমি আপনাদের মেডিক্যাল রিপোর্ট দেখিয়েছি। আপনার যে কোনও হাসপাতালে গিয়ে এই রিপোর্ট নিয়ে প্রশ্ন করতে পারেন। বাবা কবে ফিরবেন বলেননি, আমি জানতেও চাইনি।”

Mukul Roy News: আজই BJP-তে কামব্যাক মুকুলের? ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছেলের
মুকুলকে নিয়ে দিলীপ করা মন্তব্য নিয়েও মুখ খোলেন কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান। তিনি বলেন, “দিলীপ ঘোষকে নিয়ে আমি কী বলব ঠিক জানি না। আমি এরম শিক্ষা কোনওদিন পাইনি। বাবা রাজনৈতিক কারণে বরাবরই বাইরে থাকতেন, তিনি ফিরে এসে ঠাকুমা দাদুর সঙ্গে কী ব্যবহার করতেন, আমি তা দেখেছি। আমার সব আত্মীয় স্বজনরা এখানেই থাকেন। বাবার উপর আমি কোনও অত্যাচার করেছি কিনা, সেটাই তাঁরা বলবেন।”

Mukul Roy Madan Mitra : ‘বিজেপি নতুন চিপ বের করেছে…’, মুকুলকে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
শুভ্রাংশু আরও বলেন, “দিলীপবাবু কী ভেবে এই কথা বলেছেন আমি জানি না। উনি আগেও এই ধরনের কথা বলেছেন। আমি ওনার নামও নিতে চাই না। শুভেন্দু ও সুকান্ত মজুমদারে চাপে উনি খানিক কোণঠাসা হয়ে গিয়েছে। তাই হাওয়ায় ভেসে থাকতে এই কথা বলছেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *