DA Protest : DA আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় অভিষেক? জবাব তৃণমূল সাংসদের – abhishek banerjee comment on da protest of west bengal


কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আওতায় শহিদ মিনারের সামনে ধরনায় বসেছেন তাঁরা। আন্দোলনকারীদের সঙ্গে কি আলোচনায় বসতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়?

বৃহস্পতিবার এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “DA আন্দোলনকারীরা কথা বলতে চাইলে আমার আপত্তি নেই। কিন্তু, আমি ২৪ তারিখ থেকে জনসংযোগের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে যাব। আমার মনে হয় এই মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা না করলেই ভালো হত। কোনও আন্দোলনের মঞ্চকে রাজনৈতিক রংয়ে রাঙানো ঠিক নয়। বাংলার এক লাখ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র।”

DA Latest News : DA নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় নয়, সিদ্ধান্ত ৩ কর্মচারী সংগঠনের
তাঁর সংযোজন, “আগে তো রাজ্যের কথা ভাবুন। কেন্দ্র টাকা আটকে রাখা সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডার, রাস্তা সহ অন্যান্য উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। কিন্তু, এই আন্দোলনে যদি রাজনৈতিক রং না লাগে তাহলে বেশি খুশি হব।”

উল্লেখ্য, সম্প্রতি অতীতেDA -আন্দোলনকারীদের মঞ্চের পাশেই সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের একবার আন্দোলনমঞ্চে রাজনীতির ছোঁয়া লাগার অভিযোগ তুলেছেন তিনি।

DA Protest in West Bengal : নবান্নের সঙ্গে বৈঠকে বসতে নারাজ কর্মচারী পরিষদ
প্রসঙ্গত, কেন্দ্রীয় হারেDA-রদাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছিলেন। বাজেটের দিন রাজ্যের সরকারি কর্মীদের জন্য তিন শতাংশ অতিরিক্ত DA-র কথাও ঘোষণা করে রাজ্য।

কিন্তু, ক্ষোভ প্রশমিত হয়নি রাজ্য সরকারি কর্মীদের। তাঁদের ক্ষোভ ছিল, রাজ্য এই তিন শতাংশ DA দিয়ে ভিক্ষা দিচ্ছে। আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মতামত ওয়াকিবহাল মহলের।

DA Protest : দিল্লিতে হিন্দু মহাসভার গেস্ট হাউসে ‘ঠিক সময়ে উত্তর দেব’

West Bengal DA News : হিন্দু মহাসভার আশ্রয়ে DA আন্দোলনকারীরা! লাখ লাখ টাকার রশিদ দেখিয়ে সরব কুণাল
অন্যদিকে, সমপ্রেমী বিয়েকে মান্যতা দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। রাজ্যগুলির থেকে মতামত জানতে চেয়েছে কেন্দ্র। এই প্রসঙ্গেঅভিষেক বন্দ্যোপাধ্যায়কেপ্রশ্ন করা হলে তিনি বলেন, “বিষয়টি বিচারাধীন। তাই আমার মন্তব্য করা ঠিক নয়। ভারত একটি গণতান্ত্রিক দেশ। আমার পছন্দমতো জীবনসঙ্গী বাছার অধিকার আমার রয়েছে। এটা আমার ব্যক্তিগত অভিমত।”

এদিন শুভেন্দু অধিকারীকেও তোপ দাগেন অভিষেক। তিনি বলেন, “হাজার সভা থেকে হাজারটা অভিযোগ করেছেন আমার বিরুদ্ধে। কিন্তু, একটাও প্রমাণ করতে পারেননি। কোনও গঠনমূলক আলোচনা নেই। ব্যক্তিগত স্তরে আক্রমণ করে চলেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *