বিজেপির প্রতিনিধি দল বেরিয়ে যেতেই শনিবার দুপুরে ফের উত্তপ্ত হয় কালিয়াগঞ্জ। রণক্ষেত্রের চেহারা নেয় কালিয়াগঞ্জের সাহেবঘাটা মোড় এলাকা। আশেপাশের গ্রামবাসীরা জমায়েত হয়ে অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভাঙচুর চালানো হয় স্থানীয় দোকানপাট গুলিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের সেল ফাটায়। মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী।
কালিয়াগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীদের একাংশ। প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। নামানো হয় RAF।
কালিয়াগঞ্জ মৃত কিশোরীর দোষীদের শাস্তি চাই এই দাবি তুলে এদিন দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীরা। শুক্রবারের পর ফের শনিবার এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় রুট মার্চ করছে পুলিশ।
শনিবার সকালেই বিজেপির একটি প্রতিনিধি দল কালিয়াগঞ্জের নির্যাতিতা কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করে। সাহেবঘাটা যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সহ বিজেপির একাধিক রাজ্য প্রতিনিধি দল। কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। পুলিশের চূড়ান্ত ব্যর্থতার কারণেই এই ঘটনা ঘটে বলে দাবি করেন রাজ্য বিজেপি সভাপতি।