Kolkata Rainfall Forecast : ‘লাভ ইউ বাট অ্যাজ ফ্রেন্ড!’ আবহাওয়ার মুড স্যুইংয়ে বৃষ্টির অপেক্ষায় মিমে মেতে শহরবাসী – rainfall forecast in kolkata on today people sharing memes on internet


সকাল থেকে মেঘলা আকাশ দেখে আশায় বুক বেঁধেছে শহরবাসী। শনিবার দিনভর মেঘলা আকাশ থাকলেও চিটেফোঁটা বৃষ্টির দেখা মেলেনি কলকাতায় (Kolkata Rainfall Forecast)। রবিবারও সকাল গড়িয়ে দুপুর, আর এখন বিকেল। মেঘ করলেও তা থেকে বারিধারা ঝরে পড়ছে না কিছুতেই। ফলে হতাশ হচ্ছে শহরবাসী। গত কয়েকদিনের জ্বালাপোড়া গরম আর লু থেকে কবে দু’পশলা বৃষ্টি অ্যাজে স্বস্তি দেবে, সেই আশায় যেন তীর্থের কাক হয়ে বসে রয়েছে সকলেই। কিন্তু, বারবারই তিলোত্তমাবাসীকে হতাশ করছে আবহাওয়ার খামখেয়ালিপনা।

Rainfall Forecast: আজই বৃষ্টি ৬ জেলায়! ভিজবে কোন কোন এলাকা?
তাপপ্রাবহ আর তীব্র গরমে ওষ্ঠাগত শহরবাসী খানিক হাস্যরসের উদ্রেকে তাই নানা মিম শেয়ার করতে ব্যস্ত। ইদের দিন সোশাল মিডিয়া জুড়ে একটাই ট্রেন্ড, কলকাতার মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়বে কখন? আর কতক্ষণের অপেক্ষা? ফেসবুক মিমারদের কাছে এটাই হয়ে ওঠে খোরাক। আবহাওয়ার মুড স্যুইংয়ে ক্লাইম্যাক্সের অপেক্ষায় দিনভর ফেসবুকের ওয়ালে ঘুরতে থাকে একটি মিম, “কলকাতায় যে মেঘটা হয়েছে, ওতে বৃষ্টি হবে না। ওটা লাভ ইউ বাট, অ্যাজ অ্যা ফ্রেন্ড মেঘ!” কমেন্টে স্মাইলির ছয়লাপ। দেদার শেয়ার।


কেউ কেউ আবার বলছে, “বৃষ্টি নিয়ে প্যারাগ্রাফ লেখাই রয়েছে। শুরু হলেই ফেসবুকে পোস্ট হবে।” একদিকে বাইরে যখন প্রবল তাপপ্রবাহ চলছে, তখন নিছক মজার ছলেই ফেসবুকে আবহাওয়ার খামখেয়ালিপনা নিয়ে মিমে মেতে কলকাতাবাসী। একইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অপেক্ষা রয়েছেন তারা। সত্যিই কি মেঘ তবে কলকাতাকে ফ্রেন্ডজোন করেই বিদায় নেবে?

Weather Update Today : অবশেষে স্বস্তির বৃষ্টি! শনিবার ভিজবে একাধিক জেলা
রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মূলত পশ্চিমের জেলা অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে আর তাপপ্রবাহের সতর্কতাও রইল না। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।

West Bengal Rain : আর মাত্র কয়েক ঘণ্টা! কলকাতা সহ ৬ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস
এদিকে, উত্তরবঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। তবে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দার্জিলি, কালিম্পঙে। শিলাবৃষ্টি হচ্ছে এই দুই জেলা এবং আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। শনিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।


Rainfall Forecast : হাসফাঁস গরমে নাভিশ্বাস, চলতি সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস
জানা গিয়েছে, উত্তর বাংলাদেশে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব বাংলাদেশ থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এর টানে দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। আর অন্যদিকে উত্তর পশ্চিমের শুকনো বাতাস ও গরম বাতাসের সংস্পর্শে বা সংঘাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে আর সেই কারণেই বৃষ্টি হচ্ছে পার্বত্য এলাকায়।

Weather Update Today : রাজ্যবাসীর জন্য সুখবর, ৪৮ ঘণ্টার মধ্যেই জেলায় জেলায় বৃষ্টি

কলকাতায় এদিন সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। রবিবার এবং সোমবার দুদিনই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধু বৃষ্টি নয়, দমকা ঝড় হাওয়া বইবে কলকাতায়। তবে কিছুক্ষণের জন্যই এই বৃষ্টি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ৪০.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১৯ শতাংশ থেকে ৮৬ শতাংশ ছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *