Behala Metro : বেহালাবাসীর জন্য সুখবর, পুজোর আগেই জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত গড়াবে মেট্রোর চাকা – metro services may start from joka to majerhat before durga puja this year


বেহালাবাসীর জন্য সুখবর। শীঘ্রই জোকা থেকে তারাতলা মেট্রো এগোবে মাঝেরহাট পর্যন্ত। জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের (Joka Esplanade Metro Route) এই পার্পেল লাইনে এবার মেট্রোর চাকা গড়াবে মাঝেরহাট স্টেশন (Majherhat Station) পর্যন্ত। নির্মাণকাজ শেষ করার ডেডলাইন ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ। এদিকে, ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন নিয়েও রয়েছে বড় আফডেট।

Joka Esplanade Metro : বসলো দীর্ঘতম গার্ডার, সাফল্য পার্পেল লাইনে
ইদের দিনই এল সুখবর। জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশের কাজ পর্যবেক্ষণ করলেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। সঙ্গে ছিলেন রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) এবংমেট্রো রেলেরউচ্চপদস্থ কর্তারা। মাঝেরহাট, মোমিনপুর এবং প্রস্তাবিত এসপ্ল্যানেড স্টেশনের নির্মাণকাজ খতিয়ে দেখেন তাঁরা।

East West Metro : ডিসেম্বরেই শেষ হবে বউবাজারের কাজ, ইস্ট-ওয়েস্টের সম্পূর্ণ রুটে মেট্রো ছুটবে কবে?
কী ভাবে প্রতিটি স্টেশন গড়ে তোলা হচ্ছে, যাত্রীদের জন্য কী কী সুবিধা থাকবে, তা খতিয়ে দেখেনমেট্রোকর্তারা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যেই মাঝেরহাট স্টেশনের কাজ সম্পন্ন হবে। অর্থাৎ পুজোর আগেই জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো চলতে পারে বলেই অনুমান করা হচ্ছে।

Kolkata Underwater Metro : ধীরে ধীরে গঙ্গার নীচে প্রবেশ করল মেট্রোটা, তারপর… অভিজ্ঞতা ভাগ হাওড়া ময়দান-এসপ্ল্যানেডের সওয়ারির
শনিবার মাঝেরহাট-মোমিনপুর মেট্রো ভায়াডাক্টও পরিদর্শন করেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার। মোমিনপুরের প্রস্তাবিত স্টেশন চত্বর পরিদর্শন করার পাশাপাশি ভিক্টোরিয়া মেমোরিয়ার স্টেশনের এলাকাও ঘুরে দেখেন তিনি। শীর্ষ কর্তা জানিয়েছেন, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেই গড়ে তোলা হবে ভিক্টোরিয়া স্টেশন।

একইসঙ্গে এদিন এসপ্ল্যানেড স্টেশন তৈরির জন্য ময়দানের যেখানে বিধানচন্দ্র রায় মার্কেট সরিয়ে নিয়ে যাওয়া হবে, সেই এলাকা পরিদর্শন করে দেখেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার। তবে কাজ শুরুর জন্য এখনও প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদন মেলেনি বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে।

এদিকে, সম্প্রতিকলকাতা মেট্রোর ১৮.৪৭ কিলোমিটার দীর্ঘ জোকা থেকে এসপ্ল্যানেড রুটের এই অংশেই দীর্ঘতম গার্ডার বসানোর কাজ শেষ হয়েছে। মাঝেরহাটের কাছে ৫০ মিটার দীর্ঘ এই স্টিল কম্পোজ়িট গার্ডার নির্মাণের কাজ শুরু হয়েছিল গত শনিবার। ডায়মন্ড হারবার রোড এবং বর্ধমান রোডের সংযোগস্থলের কাছে ৫০ মিটার দীর্ঘ এই চার প্লেটের গার্ডার বসানোর কাজ খুবই চ্যালেঞ্জিং ছিল। ওই এলাকায় ২৪ ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ রাখার পরিকল্পনা করা হয়। এ জন্য আরভিএনএল এবং কলকাতা মেট্রোর তরফে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। কলকাতা পুলিশ মাঝেরহাট ব্রিজ ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ব্রিজ বন্ধ হলে ডায়মন্ড হারবার রোডের উপর তৈরি মেট্রোর ভায়াডাক্টে গার্ডার বসানোর কাজ শুরু হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *