Business on Facebook Page : ফেসবুক পেজে ব্যবসা: মেল-অস্ত্রে সিঁদ কাটার নয়া ছক হ্যাকারদের – one elite organization in kolkata facebook hack into online business


সোমনাথ মণ্ডল
বন্ধুত্ব হোক বা ব্যবসা। ভার্চুয়াল জগতে ফেসবুক পেজ ব্যবহার করে সব কাজই এখন আমজনতার কাছে জলভাত। করোনা কাল থেকে অনলাইন ব্যবসার এই নয়া ট্রেন্ড চালু হতেই সক্রিয় হয়ে উঠেছেন সাইবার অপরাধীরা। নিত্যনতুন মোডাস অপারেন্ডি প্রয়োগ করে সিঁদ কাটতে নেমে পড়েছেন তারাও।

সম্প্রতি কলকাতার একটি অভিজাত সংস্থা এই ধরনের প্রতারকদের খপ্পরে পড়ে নাজেহাল হয়েছেন। সেই বিষয়টি জানতে পেরে অনুসন্ধান শুরু করেছে পুলিশও। বেশ কয়েক বছর ধরে বড় বড় কোম্পানিগুলি সামগ্রী বিক্রির জন্য নিজস্ব ফেসবুক পেজ খুলে তাতে ঢালাও বিজ্ঞাপন দিয়ে থাকে।

Uber Booking: ফোনে কম ব্যাটারি থাকলে বেশি ভাড়া নেয় উবার! চাঞ্চল্যকর দাবি ঘিরে শোরগোল
কম মূল্যে জিনিস কেনার লোভে সাধারণ মানুষ এই ধরনের পেজে ফলোয়ার হিসেবে নিজেদের যুক্ত করে রাখেন। ফলে এসব পেজে ব্যবসা সংক্রান্ত কিছু পোস্ট করলে দ্রুত সকলের প্রোফাইলে সেই বার্তা ভেসে ওঠে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই ফেসবুক পেজগুলোকেই এ বার টার্গেট করছে সাইবার অপরাধীরা।

কারণ, এমন একটি ফেসবুক পেজ হ্যাক করতে পারলে বহু মানুষের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি সেই সংস্থারও বহু অজানা তথ্য হাতের মুঠোয় চলে আসে। এরপর শুরু হয় ‘আসলি খেল।’ ব্ল্যাক মেলিং করে টাকা আদায়। অনেকটা র‍্যানসমওয়্যারের আদলে চলে প্রতারণার কাজ কারবার।

কৌশলে এই ধরনের অ্যাকাউন্টগুলি হ্যাক করে গুজবের মাধ্যমে হিংসা ছড়ানো, ব্যক্তিগত তথ্য বিকৃত করা, এমনকী কোনও সংস্থা বা কোম্পানির নামে ভুল তথ্য সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দিয়ে শেয়ার বাজারেও ধস নামাতে সক্ষম এই সাইবার অপরাধীরা। যা সংশ্লিষ্ট সংস্থার সুনামের পক্ষেও যথেষ্ট বিপজ্জনক।

দক্ষিণ কলকাতায় অফিস, এমন একটি বহুজাতিক সংস্থার ফেসবুক পেজকে সম্প্রতি সাইবার অপরাধীরা টার্গেট করে। একটি ইমেলের মাধ্যমে জানানো হয়, তাদের ফেসবুক পেজে যে ধরনের বিজ্ঞাপন চলছে, তাতে মেটার ‘অ্যাড পলিসি ভায়োলেশন’ হচ্ছে। সুতরাং পেজ সক্রিয় রাখতে হলে নতুন ভাবে আবেদন করে ইমেলে পাঠানো লিঙ্কে কনফার্ম বটনে ক্লিক করতে হবে। পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায়, এর পরেও বিজ্ঞাপন দেওয়ার নিয়ম মানা হয়নি, তা হলে চিরকালের জন্য ফেসবুক পেজ ব্লক করে দেওয়া হবে।

IRCTC অ্যাপ ব্যবহার করেন তো? হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডে আসা এই লিঙ্ক থেকে সাবধান
পর পর দু’বার এই ধরনের মেল পাঠানো হয় ফেসবুকের ‘মেটা ফর বিজনেস’-এর তরফে। ফেসবুকে ভুয়ো খবর ছড়ানো, ব্যক্তি পরিসরের তথ্য চুরির মতো অভিযোগ ওঠার পরেই মার্ক জুকেরবার্গ মূল কর্পোরেট কোম্পানির নাম রাখেন ‘মেটা’। সেই সংস্থার অধীনেই রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো অ্যাপগুলি।

মূল কর্পোরেট কোম্পানির নাম করেই কলকাতার সংস্থাটিকে ভুয়ো মেল পাঠানো হয় বলে অভিযোগ। সন্দেহ হওয়ায় রহস্যজনক ওই মেলগুলি পরীক্ষা করতে গিয়েই রীতিমতো চমকে গিয়েছেন ওই বহুজাতিক সংস্থার সাইবার সিকিউরিটি টিমও। তারা ইতিমধ্যেই ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগও জানিয়েছেন।

কোম্পানির তরফে সাইবার বিশেষজ্ঞ হৃত্বিক লাল বলেন, “প্রথমে আমরা ভেবেছিলাম সত্যিই হয়তো সংস্থার তরফ থেকে নিয়ম মানা হয়নি। কিন্তু ভালো করে মেল দুটি খতিয়ে দেখার পরে বুঝতে পারি, ‘মেটা ফর বিজনেস’-এর তরফে পাঠানো মেল এবং এই মেলটির মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। ভালো করে না দেখলে যা বোঝা সম্ভব নয়। এক বার যদি কেউ ওই কনফার্ম বটনে ক্লিক করে দিতেন, তা হলে কোম্পানির ফেসবুক পেজের পুরো দখল ওরা নিয়ে নিতে পারত। তারপর শুরু হতো ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা।”

Meta Layoff: ফের ছাঁটাই শুরু মেটায়! এবার কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাকরি কাড়ছে জুকেরবার্গ
প্রশ্ন উঠছে,ওই নামী কোম্পানির সাইবার টিম থাকায় তারা বিষয়টি বুঝতে পারে। কিন্তু কারও যদি ব্যক্তিগত ফেসবুক পেজ থাকে। তাঁরা কী ভাবে বুঝবেন? সাইবার বিশেজ্ঞরা বলছেন, “এই ধরনের অপরাধের চেষ্টা একেবারে নতুন। সাইবার অপরাধীরা সব সময়ই চেষ্টা করে, কী ভাবে নতুন কায়দায় ফাঁদে ফেলা যায়। সে কারণে ইমেল বা এসএমএস এলে খুবই সতর্ক থাকতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া প্রয়োজন।”

কী ভাবে সতর্ক থাকা উচিত?

১) ব্যক্তিগত কোনও তথ্যই ফেসবুক পেজে-এ দেওয়া যাবে না। এমনকী ফোন নম্বরও নয়।

২) অজানা ই-মেল বা নম্বর থেকে লিঙ্কে এলে, তার আগে https থাকলে, তবেই লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) ফোনের পাসওয়ার্ড, ওটিপি, অনলাইন পেমেন্টের পিন নম্বরও ফোনে সেভ করা যাবে না।

৪) ফোনে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে সতর্ক থাকতে হবে

৫) ফোন ডিভাইসের সমস্ত ডেটা, হার্ড ড্রাইভে ব্যাকআপ নিয়ে রাখতে হবে

৬) ডিভাইসের অপারেটিং সিস্টেম এবং সমস্ত এপ্লিকেশন আপডেটেড করতে হবে

৭) এন্ড পয়েন্ট প্রোটেকশন টেকনোলজি-এর মাধ্যমে সন্দেহজনক ভুয়ো ই-মেল ব্লক করতে হবে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *