Durgapur News : বন্ধ কারখানা খোলার দাবিতে শ্রমিকদের অবস্থান বিক্ষোভ, উত্তেজনা কাঁকসায় – workers started protest at kanksa for opening of closed factory


West Bengal News : একসময় গোটা দেশ জুড়ে নাম ছিল আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের। ছোট বড় মিলিয়ে প্রচুর কল কারখানার সমাগম ছিল এই দুটি শহরে। কিন্তু বিগত অনেক বছর ধরে ধীরে ধীরে প্রচুর কারখানা বন্ধ হতে হতে করুণ অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখানে। অল্প কিছু শিল্প ছাড়া বাকি পুরোটারই প্রায় ভগ্নদশা। এবার এরকমই আরও একটি কারখানা বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া গেল কাঁকসা এলাকা থেকে।

জানা গিয়েছে, গত ৫ মাস ধরে বন্ধ কাঁকসার মিনি বাজার সংলগ্ন রাহুল স্প্রিং প্রাইভেট লিমিটেড নামের একটি বেসরকারি কারখানা। এদিকে, কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন কারখানার শ্রমিকরা।

Tufanganj Municipality : পুরসভার জৈব সারের কারখানায় ছড়াচ্ছে দুর্গন্ধ, তুফানগঞ্জে পথ অবরোধ অতিষ্ট এলাকাবাসীর
কারখানার শ্রমিক তপন দাস জানিয়েছেন, “গত ৫ মাস আগে কাজে যোগ দিয়ে এসে আমরা দেখি কারখানা বন্ধ। শ্রমিকদের না জানিয়ে কোনও রকম নোটিশ না দিয়েই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। ৫ মাস ধরে কারখানা বন্ধ থাকার জন্য আর্থিক অনটনে পড়েছি আমরা।”

এছাড়াও তিনি জানান, দ্রুত কারখানা খোলার দাবিতে তারা এর আগেও আন্দোলনে নেমেছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফের রবিবার সকাল থেকেই তারা কারখানার গেট বন্ধ করে ও কারখানার পাশের একই মালিকের ওয়েট ব্রিজ বন্ধ করে অবস্থান বিক্ষোভে বসে। শ্রমিকরা জানিয়েছেন তারা কারখানা খোলার পক্ষে।

Bankura Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বাঁকুড়ার মৃত ১
এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বললেও তারা কারখানা কর্তৃপক্ষকে যথেষ্ট সহযোগিতা করবে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করছেন না। আরেক শ্রমিক এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, “৫ মাস ধরে যে আমরা কিভাবে দিন কাটাচ্ছি, তা কেউ ভাবতে পারবেন না। সংসার চালাতে পারছি না। অনেক শ্রমিকই অন্য রোজগারের দিকে ঝুঁকছেন। আর কতদিন এভাবে বসে থাকবেন সবাই। মালিকদের তরফ থেকে কোনও বক্তব্য পাচ্ছি না।”

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। শ্রমিকদের আশ্বস্ত করতে আসেন স্থানীয় তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়। তিনি এসে বিক্ষোভকারী শ্রমিকদের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।

Durgapur News : কারখানার বিষাক্ত ধোঁয়ায় ছড়াচ্ছে দূষণ, অভিযোগ তুলে ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভ পাণ্ডবেশ্বরে
তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বলেন, “কারখানার শ্রমিকদের দাবিটা সঙ্গত। ৫ মাস ধরে বন্ধ হয়ে রয়েছে। এটা মানা যায় না। আমি আজ এসে সব ব্যাপারটা শুনলাম। আমি এবং আমার দলের তরফ থেকে যতটা সম্ভব করার চেষ্টা করব। মালিক পক্ষের সঙ্গে কথা বলব আমরা।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *