Rituparna Sengupta : অমিত শাহের সামনে রবীন্দ্রনৃত্য ঋতুপর্ণার! রাজনৈতিক জল্পনার মধ্যে মুখ খুলল তারকার টিম – rituparna sengupta is performing on a programme where amit shah will be present here is what actress team is saying


এই বছর রবীন্দ্রজয়ন্তীতে বাংলাতেই থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সায়েন্স সিটি-তে ২৫ বৈশাখ একটি অনুষ্ঠানেও দর্শক আসনে দেখা যাবে শাহকে। তাৎপর্যপূর্ণভাবে এই অনুষ্ঠানেই রবীন্দ্রনৃত্য পরিবেশন করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পাশাপাশি বক্তব্য রাখবেন অমিত শাহ। শুধু তাই নয়, তাঁর বক্তব্যের আগে দু’চার কথা বলবেন শুভেন্দু অধিকারীও।

জানা গিয়েছে, ‘খোলা হাওয়া’ নামক একটি সংগঠন এই অনুষ্ঠানটির আয়োজন করেছে। অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘আমাদের রবীন্দ্রনাথ’। অমিত শাহের উপস্থিতিতে টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ ঋতুপর্ণা সেনগুপ্তর অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘটনায় রীতিমতো শোরগোল রাজনৈতিক মহলে।

Amit Shah : রবীন্দ্রনাথ নিয়ে ভাষণ দেবেন শাহ
দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। তার আগেইঅমিত শাহশহরে আসছেন, চমকের প্রতীক্ষায় বাংলা। এরই মধ্যে এই অনুষ্ঠানের বিষয়টি সামনে আসার পরেই রাজনৈতিক মহলে ফিসফাস শুরু হয়েছিল। তবে কি গেরুয়া শিবিরে নয়া চমক?

এই বিষয়েঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করে এই সময় ডিজিটাল। তাঁর টিমের তরফে নির্মল চক্রবর্তী বলেন, “এই অনুষ্ঠানটি BJP-র নয়। খোলা হাওয়া নামক একটি সংগঠন এর আয়োজক। BJP-র তরফেই টুইট করে জানানো হয়েছে যে অনুষ্ঠানটি রাজনৈতিক কোনও দলের নয়। ঋতুপর্ণা খোলা হাওয়ার আয়োজিত শোয়ে অংশগ্রহণ করছেন। কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠানে নয়। সেখানে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকছেন।”

Amit Shah Meeting : মহারাষ্ট্রে খারঘরের ঘটনায় চলছে দোষারোপের পালা, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঋতুপর্ণার টিমের আরও সংযোজন, অনুষ্ঠানগুলিতে অধিকাংশ সময়ই বিভিন্ন রাজনৈতিক নেতা উপস্থিত থাকেন। বিষয়টির আলাদা করে কোনও রাজনৈতিক দিক থেকে অর্থ করার মানে হয় না বলেই মতামত তাদের।

অর্থাৎ এক অনুষ্ঠানে শাহ এবংঋতুপর্ণার উপস্থিতি নিয়ে আলাদা করে রাজনৈতিক জলঘোলা চাইছেন না অভিনেত্রীর টিম। বিষয়টি ‘স্বাভাবিক’ বলেও দেখছেন তাঁরা। উল্লেখ্য, এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন তনুশ্রী শংকর, সোমলতা আচার্য। রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে এদিনের সভা থেকে ঠিক কী বার্তা দিতে চলেছেন সেই দিকে এখন নজর থাকবে।

Maharashtra Heat Stroke Death : মহারাষ্ট্রে দুপুর ১২ থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা আকাশের নীচে সভার উপর নিষেধাজ্ঞা জারি
উল্লেখ্য, কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন রাজ্যেরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধরনায় বসেছিলেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে এই আর্থিক বঞ্চনার বিষয়টি সামনে রেখে সুর চড়াতে চলেছে রাজ্য সরকার। অন্যদিকে, পালটা ভোটের সমর নীতি তৈরি করছে BJP-ও। গেরুয়া শিবিরের দাবি, রাজ্য আগে হিসাব পেশ করুক। এই নিয়ে তরজা তু্ঙ্গে। ২৫ বৈশাখের অনুষ্ঠানে অমিত শাহের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *