MS Dhoni : ‘তোমায় ভালোবাসি ক্যাপ্টেন…’, ধোনির স্মৃতিচারণায় ভাসলেন খড়গপুরের রেলের কর্তারাও – rail officials and former colleagues felt nostalgic to recall mahendra singh dhoni career in railway division in kharagpur


Kharagpur News : আইপিএল ম্যাচ চলাকালীন মহেন্দ্র সিং ধোনির স্মৃতিচারণা। উঠে এল খড়গপুরের কথা। তাঁর রেলওয়ে ডিভিশনে চাকরি জীবনের কথা। কলকাতায় ইডেনের মাঠে রবিবার আইপিএল-এর ম্যাচ চলাকালীন পুরনো দিনের কথা তুলে ধরেন তিনি। তাঁর স্মৃতিচারণার নস্টালজিয়ায় ডুবলেন রেলের আধিকারিকরাও।

MS Dhoni Retirement : ‘আমাকে ফেয়ারওয়েল দিতে এসেছে…’, ইডেনেই অবসরের ইঙ্গিত ধোনির! রইল ভিডিয়ো
খড়গপুর ডিভিশনের অধীনে টিকিট পরীক্ষকের কাজ করতেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের ম্যাচের দিন সেই ভালোবাসার মুহুর্তের কথা শোনা যায় বিশ্বকাপ জয়ী ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মুখে। সেই স্মৃতিচারণের কথা টিভিতে ফুটে উঠতেই উচ্ছ্বসিত খড়গপুরবাসী থেকে শুরু করে রেলের আধিকারিকেরা।

Dhoni Batting Practice : অল্পের জন্য রক্ষা, ধোনির ব্যাটে প্রায় থেঁতো হচ্ছিল চাহারের মাথা! দেখুন ভিডিয়ো
সোশাল মিডিয়ায় খড়গপুর রেলের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে সেই সময়ের ভিডিয়োর অংশটি। সেখানে ধোনিকে বলতে শোনা গিয়েছে, “আমি এখানে কলকাতায় অনেক ক্রিকেট খেলেছি। কিন্তু আমি খুব বেশি কিছু বলব না। কিন্তু, আপনারা জানেন যে খড়্গপুরে আমি কর্মরত ছিলাম। এখান থেকে ২ ঘণ্টা দূরেই ছিল কর্মস্থল। তাই আমি সেখানে অনেক সময় কাটিয়েছি। প্রচুর ক্রিকেট এবং ফুটবলও খেলেছি।”।

MS Dhoni : ‘রাগের চোটে ব্যাট ভেঙেছিল’, KKR ম্যাচের আগে ধোনির পর্দাফাঁস ভাজ্জির
টসের পরে কথা বলতে গিয়ে ধোনি তাঁর ফেলে আসা দিনগুলোর কথা মনে করেন। খড়্গপুরে টিকিট সংগ্রাহকের সময় থেকে এবং বাংলায় তাঁর ঘরোয়া ক্রিকেটের দিনগুলি উঠে আসে। খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার সোশাল মিডিয়ায় লেখেন, খড়গপুর রেলওয়ে স্টেশনে টিকিট চেকিং স্টাফ হিসাবে টিকিট সংগ্রহ করা থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট দল, দ্য ম্যান, দ্য লিজেন্ডের সঙ্গে ট্রফি সংগ্রহ করা পর্যন্ত একটি অসাধারণ এবং অনুপ্রেরণামূলক যাত্রা ছিল।

Anushka Sharma MS Dhoni : গোটা স্টেডিয়ামে ধোনি-ধোনি চিৎকার, স্ট্যান্ডে দাঁড়িয়ে অমূল্য প্রতিক্রিয়া অনুষ্কার! রইল ভিডিয়ো
তিনি আরও উল্লেখ করেন, আপনি খড়গপুর থেকে এমএসডি নিতে পারেন, কিন্তু খড়গপুরকে এমএসডি থেকে বের করতে পারবেন না। এমএস ধোনি জাদুকর এবং SERSA স্টেডিয়ামের এমএস ধোনি প্যাভিলিয়ন কেবল নস্টালজিয়ার অংশ নয়, আমাদের আবেগের অংশ। আমরা তোমাকে ভালোবাসি ক্যাপ্টেন।”

MS Dhoni : রবিবারই ইডেনে শেষবার খেলতে নামছেন ধোনি? মন খারাপ শহর কলকাতার
ধোনির একসময়ের খড়গপুর এর সহকর্মী বন্ধু সত্যপ্রকাশ মিশ্রা টেলিফোনে যোগাযোগ করা হলে মুম্বই থেকে বলেন, ঝাড়খণ্ড থেকে খড়গপুর নিয়ে আসা একসঙ্গে একই ঘরে থাকা, খেলাধূলা সব করেছি। সেই সময়ের দিনগুলো খুব মনে পড়ে। ধোনিকে নিয়ে বানানো সিনেমাতেও তাঁর চরিত্র ছিল।

আইপিএলের শুরু থেকে মুম্বই এ রয়েছেন খড়গপুর ডিভিশনের হেড টিটি সত্য। তিনি জানান, মুম্বইয়ে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। একমাস ধরে ভোজপুরি ভাষায় ধারাভাষ্য দিচ্ছেন। যখন কলকাতায় খেলছে ধোনি তখন তিনি ধারাভাষ্য দিচ্ছেন ওই খেলার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *