Panchayat Election : পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণার আগেই তৃণমূলের প্রার্থী তালিকা ভাইরাল! বিতর্ক চোপড়ায় – the list of candidates is revealed before the date of panchayat election is announced in chopra


Uttar Dinajpur : একদিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলছেন, মানুষের মতামত নিয়ে প্রার্থী নির্বাচন হবে। যার জন্য ঘটা করে শুরু হয়েছে নবজোয়ার কর্মসূচি। সেই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থীদের নামের তালিকা ঘিরে শোরগোল উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। তবে তালিকাটি ‘ভুয়ো’ বলে দাবি স্থানীয় নেতৃত্বের।

Abhishek Banerjee : ‘মানুষের প্রার্থী দিয়ে তৃণমূল পঞ্চায়েত গড়বে…’, কোচবিহারে নেমেই বার্তা অভিষেকের
এখনও প্রকাশিত হয়নি পঞ্চায়েত ভোটের দিনক্ষণ। কিন্তু তার আগেই প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের প্রস্তাবিত প্রার্থীদের নাম সম্বলিত তালিকা। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের এমনই নামের তালিকা প্রকাশের ঘটনায় আলোড়ন দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়।

TMC Leader : ‘বুথ এজেন্টকে দেখিয়ে ভোট দেবেন…’, শালবনিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যার মন্তব্য ঘিরে বিতর্ক
চোপড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির নামাঙ্কিত এই প্রার্থী তালিকা সম্প্রতি ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে দলের কর্মী সমর্থকদের মধ্যে। যদিও এই তালিকা সম্পূর্ণ ভুয়ো বলে দাবি চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্রীতিরঞ্জন ঘোষের।

Abhishek Banerjee : আজ শুরু তৃণমূলের ৬০ দিনের জনসংযোগ যাত্রা
স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন, পঞ্চায়েত প্রার্থীদের কোনও তালিকা এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। বিভিন্ন বুথ থেকে উঠে আসা একাধিক প্রার্থীর নাম রাজ্য কমিটিতে পাঠানো হয়েছে। দলের তরফেই প্রার্থীদের তালিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।

Trinamool Congress : কোথাও পুলিশ কোথাও সিভিক তৃণমূলের কমিটিতে! অভিযোগ তুলে তোপ BJP সাংসদের
তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ বলেন, “কোনও তালিকা তৈরি হয়নি। যাঁরা এই তালিকা ভাইরাল করেছে, তাঁরা মানুষকে উসকানি দিতে এইসব করেছেন। এখনও পঞ্চায়েত নির্বাচনের কোনও দিনক্ষণ তৈরি হয়নি। ফলে তালিকা কোথা থেকে আসবে।” তবে তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের কেউ কেউ হয়তো পঞ্চায়েতে প্রার্থী হতে পারেন বলে জানান তিনি। তবে সেটা দলের জেলা ও রাজ্য নেতৃত্বের উপরেই নির্ভর করবে বলে দাবি তাঁদের।

TMC Conflict : একই অঞ্চলের দুটি পৃথক কমিটি ঘোষণা, কেশিয়াড়িতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে?
প্রসঙ্গত, আজ মঙ্গলবার থেকে কোচবিহার জেলার সংযোগ যাত্রা শুরু করেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জনসাধারণের কাছ থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী নিয়ে মতামত জানতে চেয়েছেন। গোপন ব্যালটে নির্বাচন সম্পন্ন করে তাঁদের মধ্যে থেকেই প্রার্থী বেছে নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। তার মধ্যে এই তালিকা ছড়িয়ে পড়া নিয়ে নতুন বিতর্ক শুরু এলাকায়।

Abhishek Banerjee : দুয়ারে অভিষেক! জেলায় জেলায় মানুষের অভাব-অভিযোগ শুনতে ‘সংযোগ যাত্রা’ তৃণমূল সাংসদের
যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। দুর্নীতির সুযোগ থাকায় অনেকেই পঞ্চায়েত নির্বাচনে টিকিট চাইছেন, সেই কারণে এই রকম তালিকা বের হচ্ছে কটাক্ষ করে বিজেপি নেতৃত্ব। যদিও বিষয়টি নিয়ে কোনও উচ্চবাচ্য করতে নারাজ স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *