Purba Bardhaman : তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ! অভিযোগ জানাতে রাস্তার ওপর গড়াগড়ি বৃদ্ধার, শোরগোল বর্ধমানে – veteran women and her family started unique protest against tmc at bardhaman


West Bengal News : তৃণমূলের অত্যাচারে বন্ধ চাষ, মেয়ের বিয়ে ভেঙে গিয়েছে, কেড়ে নেওয়া হয়েছে রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ডও। আর তাই প্রতিবাদ জানাতে ছেলেমেয়েদের নিয়ে গ্রীষ্মের তীব্র দাবদাহে তপ্ত রাস্তায় গড়াগড়ি দিয়ে জেলাশাসকের অফিসে এসে ধরনা দিলেন এক বৃদ্ধা ও তার পরিবার। মঙ্গলবার দক্ষিণবঙ্গের শস্যগোলা পূর্ব বর্ধমানের জেলাশাসকের অফিসের সামনে তৃণমূলের অত্যাচারের বিচার চাইতে জেলাশাসকের অফিসের সামনে রাস্তায় গড়াগড়ি দিয়ে নিজের ছেলে মেয়েদের নিয়ে বসে পড়লেন বৃদ্ধা কোহিনুর শেখ।

Water Crisis : পানীয় জলের দাবিতে বিক্ষোভ, তৃণমূল কর্মীদের হুমকির অভিযোগে উত্তেজনা বাঁকুড়ায়
বুকে বিআর আম্বেদকরের প্রতিচ্ছবি ও হাতে ভারতের জাতীয় পতাকা। আর এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বর্ধমানে। বৃদ্ধা কোহিনুর শেখ জানিয়েছেন, “আমার স্বামী প্রয়াত শেখ নুর ইসলাম কংগ্রেস করতেন। তিনি জীবিত থাকাকালীন আমাদের দুই মেয়ের বিয়ে হয়। বর্তমানে বিবাহযোগ্য আরও একটি মেয়ে রয়েছে। রয়েছে দুটি পুত্র সন্তানও। গত প্রায় বছর কয়েক ধরেই তাঁর ছোট মেয়ের বিয়ে দেবার জন্য চেষ্টা করছি। সেজন্য আমার জমি বিক্রির প্রয়োজন পড়ে। সেই জমি (পুকুর সহ মোট প্রায় ১১ বিঘা) বিক্রি করতে গিয়ে BLRO দফতরে গিয়ে জানতে পারি আমাদের জমির কোনও রেকর্ড নেই।”

ওই দফতর থেকে সমস্ত নথি লোপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন বৃদ্ধা। এই বিষয়ে প্রশাসনিক স্তরে সুরাহা চেয়ে আবেদন করতেই তৃণমূলের নেতারা তাঁর বাড়ির ওপর চড়াও হয় বলে অভিযোগ। তাঁর বড় ছেলে বাজান শেখকে বেধড়ক মারধর করা হয়, এমনকি কেড়ে নেওয়া হয় স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ডও। এর ফলে তাঁরা দীর্ঘদিন ধরে রেশন পাচ্ছেন না।

Water Crisis : পানীয় জল সংকটে বাঁকুড়ার গ্রাম, হাঁড়ি-কলসি নিয়ে রাস্তায় বসলেন মহিলারা
এই ব্যাপারে জেলা ও ব্লক স্তরের সমস্ত প্রশাসনিক অধিকারিকদের কাছে আবেদন করলেও কোনও ফল হয়নি বলে জানান তিনি। বাধ্য হয়ে তাঁরা কলকাতার রাজভবনের সামনে ধরনায় বসেন, কিন্তু পুলিশ সুকৌশলে তাঁদের সেখান থেকে তুলে দেয় বলে জানান ওই বৃদ্ধা। শুধু এটাই নয়, এই অবস্থায় এলাকারই কিছু তৃণমূলের নেতা তাঁর মেয়ের বিয়ে ভেঙে দিতে শুরু করেছে।

যেখানেই যোগাযোগ করা হচ্ছে সেখানেই তৃণমূলের নেতারা বিয়ে ভেঙে দিচ্ছে। কোহিনুর শেখের ছোট ছেলে জীবন শেখ জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে আমরা কংগ্রেস পার্টি করেছি। কিন্তু বর্তমানে আমাদের পাশে কংগ্রেসের নেতারা সেভাবে দাঁড়াননি। তাই আমি BJP-র কাছে গিয়েছিলাম সাহায্য প্রার্থনার জন্য। আর এজন্যই আমাদের ওপর চড়াও হয়েছেন তৃণমূলের নেতারা।”

Abhishek Banerjee News: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানিয়েও লাভ হয়নি, ওন্দার সভার মাঠেই অবস্থান বিক্ষোভে তরুণী
এই বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “অভিযোগটি আদৌ সত্যি কিনা তা তদন্ত করে দেখতে হবে। যে কেউ যখন খুশি আমাদের দলের নামে অভিযোগ করবেন, আর তা মেনে নিতে হবে, তার কোনও মানে নেই। তদন্ত হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। যদি তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে তো ব্যবস্থা নেওয়া হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *