Agnimitra Paul Sukanya Mondal : ‘আসল মাথা কে?’, সুকন্যার গ্রেফতারি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অগ্নিমিত্রার – agnimitra paul commented on sukanya mondal arrest issue


South 24 Parganas : যতই ভাবুক, মাথায় কারও আশীর্বাদ আছে, জেলে যেতেই হবে। অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের গ্রেফতারি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। এরপরেই অগ্নিমিত্রার প্রশ্ন, দুর্নীতিতে আসল মাথাটা কে আমরা সেটা জানতে চাই। দুর্নীতিকাণ্ডে মাথাকে গ্রেফতার করা হোক, আর্জি বিজেপি নেত্রীর।

Sukanya Mondal Arrested : বারবার ED-র ডাক উপেক্ষা, গ্রেফতার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল
বুধবার রাতে বারুইপুরে কেন্দ্রীয় সংশোধনাগারে আসেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলের গ্রেফতারি নিয়ে তিনি বলেন, “সব কটাই জেলে যাবে। একসময় অনুব্রত মণ্ডল পুলিশকে বলতো বোম মারুন। সব কিছুরই শেষ আছে যতই ভাবুক তাদের মাথায় কারও আশীর্বাদ আছে। জেলে যেতেই হবে। সুকন্যা যাচ্ছে আর বাকি যারা আছে তাদেরকেও জেলে যেতে হবে।”

Sukanya Mondal Arrested: বাবা জেলে, মা হারা অসহায় মেয়েকে গ্রেফতার না করে কি তদন্ত চালানো যাচ্ছিল না: কুণাল
এরপরেই নাম না করে অগ্নিমিত্রা জানান, মাথাটা কে সেটা আমরা জানতে চাই। আর ধৈর্য থাকছে না। আসল মাথাটার কাছে নাকি ৭৫% টাকা যেত। এখন তো শুনছি ৭৫% টাকা যার কাছে যেত, সে নাকি এখন জেলায় জেলায় ঘুরছে পুরো ১০০% নেওয়ার জন্য। আমাদের ইচ্ছে তাঁকে অর্থাৎ আসল মাথাটাকে গ্রেফতার করা হোক।

Sukanya Mondal Arrest : হাজিরা এড়ানোর পর জেরায় অসহযোগিতা! বাবার স্ট্র্যাটেজিই কাল হল অনুব্রত কন্যার?
রামনবমীর দিন বিষ্ণুপুর থানা এলাকায় অশান্তির ঘটনায় জেল হেফাজতে থাকা ব্যক্তিদের মুক্তি উপলক্ষে এদিন রাতে বারুইপুরে আসেন অগ্নিমিত্রা পাল। সেখানেই তিনি এই রাজ্যে যোগীর মতো মুখ্যমন্ত্রীর দরকার বলে দাবি তোলেন।

Anubrata Mondal Daughter : ‘মমতার বাঘ ও তাঁর কন্যা গ্রেফতার, এবার…’, দুর্নীতির মূলচ্ছেদের দাবি বিরোধীদের
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির ৮ মাসের মাথায় গ্রেফতার করা হল অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে। তিনি নানাভাবে কেন্দ্রীয় এজেন্সিকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এদিকে অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারিকে জেরা করে সুকন্যা সম্পর্কে নানা তথ্য পাওয়া গিয়েছিল বলে ইডি সূত্রে খবর।

Anubrata Mondal: নিম্ন আদালতে জেল বদলের শুনানি, অনুব্রতকে নির্দেশ দিল্লি হাইকোর্টের
বুধবার দিল্লির ইডি দফতরে যান অনুব্রত কন্যা সুকন্যা। তাঁকে সকাল সাড়ে ১০টা নাগাদ তলব করা হয়। আইনজীবীকে ইডি দফতরে ঢুকতে দেওয়া হয়নি। সেখানে গোরুপাচার মামলায় একাধিক প্রশ্ন করতে শুরু করেন ইডি আধিকারিকরা। কিন্তু ইডির জিজ্ঞাসবাদের মুখে কোনও প্রশ্নেরই সঠিকভাবে উত্তর দেননি অনুব্রত কন্যা বলে জানা গিয়েছে। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়।

Tapash Mondal : ‘অভিষেকের নাম ভাঙিয়ে ৫০০ কোটি টাকা তুলেছে’, কুন্তলকে নিয়ে বিস্ফোরক তাপস
প্রসঙ্গত, গত ২০২২ সালে ১১ অগস্ট গোরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এরপর তাঁকে নিজেদের হেফাজতে নেয় ইডি। বেশ কিছু মাস ধরে তিনি আসানসোল কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন। পরে তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশে দিল্লির তিহাড় জেলে স্থানান্তরিত করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *