Howrah Amta Train: ভাঙল ট্রেনের প্যান্টোগ্রাফ, হাওড়া-আমতা শাখায় স্তব্ধ ট্রেন চলাচল – local train service disrupted at one part of south east rail divison


Produced byElina Dutta|Lipi|Updated: 28 Apr 2023, 11:33 am

দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত।

 

লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। থামল ট্রেনের চাকা। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় সকাল 9:45-এর লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। যার জেরে আপ ও ডাউন লাইনের ট্রেন পরিষেবা ব্যাহত। পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে ট্রেন চলাচল। কোনা স্টেশনের কাছে ঘটেছে ঘটনাটি। এর জেরে অফিস টাইমে ব্যাপক দুর্ভোগে নিত্যযাত্রীরা।দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী জানিয়েছেন, সকাল 9:45 মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে। যার ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ। রেলে আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।দ্রুত মেরামতি কাজ শুরু হয়েছে। তাড়াতাড়ি ট্রেন পরিষেবা চালু হবে বলে আশ্বাস রেল কর্তাদের। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় একাধিক স্টেশনে পরপর দাঁড়িয়ে পড়েছে ট্রেন।

আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *