Justice Abhijit Gangopadhyay: ‘…সুপ্রিম কোর্টের এক্তিয়ার নেই’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ‘সমর্থনে’ মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি – ashok ganguly supreme court retired justice comment on justice justice abhijit gangopadhyay


অভিষেক রায়চৌধুরী | এই সময় ডিজিটাল
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাস থেকে নিয়োগ দুর্নীতির দু’টি মামলা সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই নির্দেশ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে মুখ খুললেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়।

শনিবার ‘এই সময় ডিজিটাল’-কে তিনি বলেন, “সাংবিধানিকভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের অন্তর্গত নয়। বিচারপ্রার্থী হাইকোর্টের রায়ে সন্তুষ্ট না হলে সুপ্রিম কোর্টে যেতে পারেন। কিন্তু হাইকোর্টের কোন মামলার কে শুনানি করবেন, তা নির্দিষ্ট করে দেওয়ার এক্তিয়ার সুপ্রিম কোর্টের নেই।”

Justice Abhijit Gangopadhyay: শীর্ষ আদালতের নথি চাওয়াতে স্থগিতাদেশ, হাইকোর্ট ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
প্রসঙ্গত, মামলার শুনানি সংক্রান্ত বিষয়টি হাইকোর্টের প্রশাসনিক কার্যপদ্ধতির মধ্যে পড়ে বলে উল্লেখ করেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। “কোন মামলা কোন বিচারপতির এজলাসে হবে তা সাংবিধানিকভাবে ঠিক করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এটাই আদালত চালানোর নিয়ম।” এই সময় ডিজিটালকে বলেন অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়।

যদিও এক্ষেত্রে সুপ্রিম কোর্টের মামলা সরিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টকে মানতে হবে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি ‘মিডিয়া ট্রায়াল’ নিয়েও মুখ খোলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়।

Justice Abhijit Ganguly: বহুচর্চিত টিভি সাক্ষাৎকারে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে কী কী বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
“এতো বড় ঘটনা সংবাদ মাধ্যম সম্প্রচার করবেই। তাছাড়া বর্তমানে দেশের সংবাদমাধ্যম অনেক বেশি শক্তিশালী হয়েছে। ফলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরে যাওয়া নিয়ে যা হচ্ছে, তাকে মিডিয়া ট্রায়াল বলা যাবে না।” প্রতিক্রিয়ায় বলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়।

গত দু’বছর ধরে শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত যাবতীয় মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে চলছিল। মামলা চলাকালীন একটি বেসরকারি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন তিনি। ফলে বিচারাধীন বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায় মুখ খুলেছেন বলে অভিযোগ ওঠে।

শুধু তাই নয়, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে প্রশ্ন করা যেতে পারে বলেও পর্যবেক্ষণে উল্লেখ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর পরিপপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ দু’টি মামলার শুনানির দায়িত্ব অন্য বিচারপতিকে দেওয়ার নির্দেশ দেন।

Justice Abhijit Ganguly News: ‘পালিয়ে যাওয়ার লোক নই’,পদত্যাগের জল্পনা ওড়ালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
উল্লেখ্য, টিভি চ্য়ানেলকে দেওয়া বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকারের আক্ষরিক অনুবাদ ও কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়েছিল। স্বচ্ছতার স্বার্থে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছে সেগুলির আসল প্রতিলিপি চেয়ে পাঠান বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর জন্য হাইকোর্টের চেম্বারে রাত সোয়া ১২টা পর্যন্ত অপেক্ষা করবেন বলেও জানিয়েছিলেন তিনি। সেই নির্দেশর উপরেও স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টর বিশেষ বেঞ্চ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *