Online Hotel Booking : ছুটিতে বেড়ানোর জন্য হোটেল বুকিং করছেন? সাবধান! সর্বস্ব খোয়াতে পারেন আপনিও – planning for holiday in summer vacation be cautious before booking via online sites awares kolkata police


গরমের ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যান রয়েছে? ভাবছেন ঝুট-ঝামেলা এড়াতে অনলাইন সাইটের মাধ্যমেই টিকিট কাটবেন? খুব সাবধান, যে কোনও মুহূর্তে সর্বস্ব খুইয়ে ফেলতে পারেন। তাই অনলাইন ট্রাভেল সাইট থেকে হোটেল কিংবা টিকিট বুকিং করার আগে সতর্ক থাকার পরামর্শ কলকাতা পুলিশের।

Online Shopping Cyber Crime: অনলাইন শপিংয়ে পার্সেল ডেলিভারি নামে প্রতারণার ফাঁদ! আট লাখ খোয়ালেন ব্যবসায়ী
অনলাইন ট্রাভেল সাইটের নাম ভাঁড়িয়ে চলা প্রতারণার পর্দাফাঁস করতে অভিনব পরিকল্পনা করেছিল ডিটেকটিভ ডিপার্টমেন্ট। চার পুলিশ অফিসার ছদ্ম পরিচয়ে এক সপ্তাহের জন্য আস্তানা গেঁড়েছিলেন দেওঘর এবং জসিদেহতে। তারপরই তাঁদের জালে ধরা পড়ে এই প্রতারণা চক্রের মূল পাণ্ডা মাকসুদ আনসারি। তার থেকে উদ্ধার হয় একাধিক মোবাইল এবং সিম কার্ড। জানা যায় বেঙ্গালুরুর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত ৬ লাখ টাকার প্রতারণা হয়েছে কলকাতার এক বাসিন্দার সঙ্গে। সেই টাকা উদ্ধারের চেষ্টায় কলকাতা পুলিশ।

Cyber Crime : অনলাইন প্রতারণায় লাখ টাকা খোয়ালেন প্রাক্তন পুলিশ কর্তার ছেলে, ঝাড়খন্ড থেকে গ্রেফতার মূল অভিযুক্ত
সাইবার ক্রাইম বিভাগের ডেপুটি কমিশনার অতুল ভি টাইমস অফ ইন্ডিয়াকে জানান, এই প্রতারণার জাল ছড়ানো হয় গত বছর ডিসেম্বর মাসে। কলকাতার বাসিন্দা সুদর্শন মিত্তলকে ঠকায় ধৃত মূল পাণ্ডা। রাসেল স্ট্রিটে সুদর্শনের অফিস রয়েছে। সেখান থেকেই অনলাই ট্রাভেল পোর্টালের মাধ্যমে বিমানের টিকিট বুকিংয়ের চেষ্টা করা হয়। তখনই প্রতারকের জালে পা দেন সুদর্শন। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয় ৫ লাখ ৯৮ হাজার ৩০৪ টাকা।

Darjeeling Trip : দার্জিলিং বেড়ানোর শখপূরণে বাইক চুরি, গ্রেফতার পুলিশ কর্মীর ছেলে
আইটি অ্যাক্ট এবং IPC-র একাধিক ধারায় প্রতারণার অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে কলকাতা পুলিশ বেঙ্গালুরুর এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটির হদিশ পায়। জানা যায়, ওই অ্যাকাউন্টের মাধ্যমেই প্রথমে চার লাখ টাকা একটি ই-ওয়ালেট থেকে ঢোকে। আইপি অ্যাডড্রেস ট্র্যাক করে দেওঘরের লোকেশন ট্রেস করা সম্ভব হয়।

সুদর্শন মিত্তলকে করা সমস্ত ফোনকল রেকর্ডিং চেক করা হয়। দেওঘর থেকেই মাস্টারমাইন্ট প্রতারণার ফাঁদ পেতেছে তা ধরা পড়ে।

এরপরই ঝাড়খণ্ডে পাড়ি দেয় কলকাতা পুলিশের টিম। সেখানেই পুলিশের জালে ধরা পড়ে মাকসুদ আনসারি।

Electricity Bill Payment : এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল, গ্রাহকদের সুবিধায় বড় পদক্ষেপ
দিঘা-পুরী-দার্জিলিং। কিংবা সিকিম, হিমাচল, উটি। গরমে ছুটিতে বেড়াতে যাওয়ার জন্য বাঙালির পছন্দের এই ডেস্টিনেশনে দেদার টিকিট বুকিং চলছে অনলাইনে। ফ্লাইট বুকিং হচ্ছে সিঙ্গাপুর, মলদ্বীপেরও। আর সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা। একের পর এক অনলাইন সাইটের নাম ভাঁড়িয়ে চলছে টাকা হাতানোর প্রক্রিয়া। বেড়াতে যাওয়ার আশায় অনলাইন সাইটের দ্বারস্থ হওয়া শহরবাসী এখন পড়েছেন মহা ফাঁপরে।

Online Fraud : আধাসেনা অফিসার জলের দরে দিচ্ছেন আসবাব, এসি!
সতর্কবার্তায় লালবাজারের সাইবার সেল জানাচ্ছে, অনলাইন সাইটের মাধ্যমে বুকিংয়ের আগে সর্বদা হোটেল কর্তৃপক্ষ এবং এয়ারলাইন্সের সংশ্লিষ্ট নম্বরে ফোন করে নেওয়া উচিত। নচেৎ যে কোনও মুহূর্তে প্রতারণার শিকার হতে পারেন আপনিও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *