East Bengal FC: স্কোর এখন সমান সমান, মোহনবাগানের পর ইস্টবেঙ্গলের নামেও নয়া রাস্তা শিলিগুড়িতে – new road named on east bengal club at siliguri good news


সবুজ মেরুনকে টক্কর দিতে এবার লাল হলুদে সাজল শিলিগুড়ি। এবার ইস্টবেঙ্গলের নামেও হল রাস্তা। ইলিশ চিংড়ির লড়াইয়ে নয়া ফোড়ন শিলিগুড়ির। মোহনবাগানের নামে লেন তৈরি হতেই শুরু ইস্টবেঙ্গল প্রেমীদের তোড়জোড়। এবার শহরে তৈরি হল ইস্টবেঙ্গল রোড। শিলিগুড়িতে ফুটবল প্রেমী খুব একটা কম নেই। শহরে ইস্টবেঙ্গল সার্পোটাররা যেমন রয়েছেন তেমনি মোহনবাগানের সমর্থক সংখ্যা নেহাত কম নয়। যদিও শিলিগুড়ি বরাবরই লাল হলুদের গড় বলেই বিখ্যাত। সেই গড়ে শুধু মোহনবাগানই গোল করবে তা কী করে হয়, তাই এবার রাস্তার লড়াইয়েও পয়েন্ট সমান সমান।

দুই ক্লাবের সমর্থকদের খুশি করতে এবার পুরনিগমের তরফে দুই ক্লাবের নামেই রাস্তা হল শিলিগুড়িতে। রবিবার উদ্বোধন হল ইস্টবেঙ্গল রোড। শিলিগুড়ির বি এস এন এল অফিস থেকে বিকাশ ঘোষ সুইমিং পুল হয়ে গান্ধী মূর্তি (বলাই দাস চট্টোপাধ্যায় ও হরেন মুখোপাধ্যায় রোডের সংযোগস্থল) অবধি রাস্তা, শতবর্ষ প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের নামে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন সুদৃশ্য রাস্তার নয়া নামকরণ হল এদিন। রবিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারাও ।

Salman Khan East Bengal : টিকিটের দাম ৪০ হাজার, সলমন খান নাইট দেখতে মাথায় হাত সমর্থকদের

এই খবরে বেজায় খুশি লাল হলুদের সমর্থকরা। ডার্বি স্কোরবোর্ড যেমনই রিপোর্ট কার্ড দেখাক না কেন রাস্তার নামকরণের খেলায় স্কোর এখন সমান সমান। শিলিগুড়ির সবুজ মেরুন শিবিরকে টক্কর দিয়ে এবার লাল হলুদ ইস্টবেঙ্গলের নামেও পাকাপাকিভাবে হল রাস্তা।

রবিবার আগে থেকে রাস্তাটি লাল হলুদ পতাকায় সাজানো হয়েছিল। পাশাপাশি সেখানে দেওয়ালও রাঙিয়ে দেওয়া হয়েছিল লাল হলুদ রঙে।
অন্যদিকে, কিছুদিন আগে মহানন্দা নদীর সামনে সূর্যসেন পার্কের সামনে দিয়ে যে রাস্তাটি গিয়েছে। সেই রাস্তাটি মোহনবাগান লেন করা হয়েছে।
মেয়র গৌতম দেব জানান, দুই ক্লাব সমর্থকদের তরফে রাস্তা নামকরণের ব্যাপারে প্রস্তাব এসেছিল। মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই ক্লাবের নামেই দুটি রাস্তা এখন তৈরি শিলিগুড়িতে।

East Bengal Coach : লোবেরা নয়, ক্লেইটনদের কোচ এবার সুনীলদের প্রাক্তন হেডস্যার

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, অতনু ভট্টাচার্য, বিকাশ পাঁজি, কৃষ্ণেন্দু রায়, অলোক মুখার্জি, মিহির বসু, ভাস্কর গাঙ্গুলীরা। ছিলেন ইস্টবেঙ্গল কর্তা নীতু সরকার।

East Bengal New Coach : সহকারি হয়ে কাটিয়েছেন বেশি সময়, কী দেখে কার্লস কুয়াদ্রাকে কোচ করল ইস্টবেঙ্গল?

উল্লেখ্য, প্রথমবার আইএসএল জয়ে পরই শিলিগুড়িতে মোহনবাগানের নামে নতুন রাস্তার উদ্বোধন হয় এপ্রিলের শুরুতেই। শিলিগুড়ি শহরের মহানন্দা ব্রিজ সংলগ্ন এয়ারভিউ মোড় থেকে সূ্র্য সেন পার্ক পর্যন্ত রাস্তার নামকরণ করা হয় ‘মোহনবাগান অ্যাভিনিউ’। মাস শেষ হতে না হতেই স্কোর সমান করল ইস্টবেঙ্গল। রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র ছাড়াও মোহনবাগন ক্লাব সচিব দেবাশিস দত্ত, ক্লাব কর্তা স্বপন বন্দ্যোপাধ্যায়, ফুটবলার লিস্টন কোলাসো সহ সমর্থকেরা উপস্থিত হয়েছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *