তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় অশান্তি তৈরির জন্যে বিজেপির লোকজন রাতের অন্ধকারে পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে। ভগবানপুর২ ব্লক তৃণমূল সভাপতি অম্বিকেশ মান্না বলেন, দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হয়েছে। আগুনে পার্টি অফিসের ভেতরে থাকা চেয়ার টেবিল, দলীয় পতাকা, ফেস্টুন, ব্যানার টিভি-সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গিয়েছে। রবিবার পুড়ে যাওয়া দলীয় কার্যালয় পরিদর্শনে যান তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ মাইতি,পটাশপুরের বিধায়ক উত্তম বারিক সহ জেলা তৃণমূল নেতৃত্ব।
জেলা তৃণমূল সভাপতি বলেন বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি জেতার পর থেকে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি।পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলকে দমাতে পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হল। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ অস্বীকার করে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র বলেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে এমন ঘটনা। বিজেপির কেউ এই ঘটনায় জড়িত নয়। ভুপতিনগর থানার ওসি কাজল দত্ত বলেন অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।