কিরণ মান্না: পঞ্চায়েত নির্বাচনে আগে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়না। বাকচা অঞ্চলে উদ্ধার হল বিজেপি এক বুথ সভাপতির মৃতদেহ। এনিয়ে তোলপাড় এলাকা। বিজেপির অভিযোগ, বুথ সভাপতি বিজয় ভুঁইয়াকে অপহরণ করে খুন করা হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে ময়না থানা থেকে এক কিলোমিটার দূরে তিনমাথাটির মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। নেতৃত্বে দেন বিধায়ক অশোক দিন্ডা। আগামিকাল ময়না ব্লকে ১২ ঘণ্টা বনধ ডাকার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত ১০০টি জায়গায় অবরোধ করা হবে বলে তিনি ঘোষণা করেন।
আরও পড়ুন-‘ওঁর ছবি না দেখা মানে এ-পৃথিবীতে বাস করেও কখনও সূর্য না দেখা’!
বিজেপির তরফে দাবি করা হয়েছে, সোমবার সন্ধে ৬টা নাগাদ ময়নবা থানার বাকচা অঞ্চলের গোড়ামোহল এলাকার বুথ সভাপতি বিজয় ভুঁইয়াকে অপহরণ করে দুষ্কৃতীরা। বিজয়ের স্ত্রীকে মারধর করে তার হাত থেকে বিজয়কে ছিনিয়ে নিয়ে চলে যায় বাকচা অঞ্চলের এক তৃণমূল নেতা। ওই অপহরণের প্রতিবার সোমবার গভীর রাত পর্যন্ত বিজেপি বিক্ষোভ দেখায় ময়না থানার সামনে। পরে অনেক রাতে বিজয়ের বাড়ি থেকে কিছুটা দূরের একটা জায়গা থেকে বিজয়ের মৃতদেহ উদ্ধার হয়।
পুলিস মৃতদেহ তুলে ময়না তদন্তে পাঠিয়েছে। ময়না থানার সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী। এনিয়ে অবশ্য মুখ খুলে চায়নি তৃণমূল কংগ্রেস।
এদিকে, বিজয় ভুঁইয়ার মৃত্যুর প্রতিবাদে আজ ময়নায় বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। তিনি বলেন, গতকাল বর্ষীয়ান বিজেপি বুথ সভাপতি বিজয় ভুঁইয়াকে অপহরণ করা হয়। থানায় গিয়ে বিজেপি সমর্থকরা কাতর আবেদন জানান তাঁকে খুঁজে দেওয়ার জন্য। কিন্তু তার পরিবর্তে খুনিদের কাছ থেকে বিজয় ভুঁইয়ার দেহ নেয় পুলিস। তারা চোরের মতো দেহ নিয়ে তমলুকে রেখেছে। এনআইএ হওয়ার পর নন্দীগ্রাম, খেজুরিতে শান্তি এসেছে। বিজয়বাবুর লাশ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসপাতালে পোস্টমর্টেম করতে দেব না। কেন্দ্রীয় সরকারের হাসপাতালে পোস্টমর্টেম করতে হবে। এই মৃত্যুর সিবিআই তদন্ত করতে হবে। এর জন্য আইনি লড়াই হবে।
শুভেন্দু অধিকারী এদিন ঘোষণা করেন, আগামিকাল ময়না ব্লক এলাকায় ১২ ঘণ্টার ধর্মঘট বনধ হবে। এর পাশাপাশি তমলুক থেকে কাঁথি পর্য়ন্ত মোট ১০০টি জেলায় অবরোধ করবে বিজেপি। এই সময় জরুরি পরিষেবা চালু থাকবে। সাধারণ মানুষের অসুবিধা করা যাবে না। এই অবরোধ হবে সকাল ১০টা থেকে ১১টা। ময়নাতে ধিক্কার ও প্রতিবাদ যাত্রা হবে। আমি থাকব। দশ হাজার মানুষ আমার সঙ্গে থাকবে। দেহ পরিবারের কাছে পৌঁছে দিয়ে যাব। পরিবারের দায়িত্ব ও দল ও আমার।