Uttar Dinajpur : পঞ্চায়েত ভোটের মুখে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার উত্তর দিনাজপুরে, ধৃত ২ – two people arrested with firearms from uttar dinajpur


West Bengal News : নির্ঘণ্ট প্রকাশিত না হলেও রাজ্যে ধীরে ধীরে এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট। আর ভোট যতই এগিয়ে আসছে, ততই কপালে চিন্তার ভাঁজ বাড়ছে পুলিশ প্রশাসনের। এর মূল কারণ রাজ্য জুড়ে পরপর অস্ত্র উদ্ধার। বীরভূম, মুর্শিদাবাদের পর এবার উত্তর দিনাজপুর জেলা থেকে উদ্ধার করা হল আগ্নেয়াস্ত্র।

সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে দু’জন দুষ্কৃতীকে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র সহ দু’জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
মঙ্গলবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার লাড়ুখোয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

Dakshin 24 Pargana : খদ্দের সেজে অস্ত্র কারখানায় হানা! বাজেয়াপ্ত লং ফায়ার আর্মস, গ্রেফতার ২
জানা গিয়েছে, ধৃতরা হল মহম্মদ আলম ও মহম্মদ নৌশাদ। সম্পর্কে তারা বাবা ও ছেলে। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে আধুনিক মানের পাইপগান, কার্তুজ পাওয়া গিয়েছে।

এছাড়াও নগদ টাকা, কিছু পরিচয় পত্র, দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। কি উদ্দেশ্য তাদের কাছে এই আগ্নেয়াস্ত্র ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। বুধবার তাদের ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

এই বিষয়ে এক পুলিশ আধিকারিক বলেন, “গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে ওই এলাকার এক ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে আর এই মুহূর্তে সেই ব্যক্তি বাড়িতে অবস্থান করছে। সেই মতো একটি দল গঠন করে ওই বাড়িতে হানা দেওয়া হয়, ও পাইপগান কার্তুজ বাজেয়াপ্ত করা হয়।”

Purba Bardhaman : বর্ধমানে গ্রেফতার বাইক চুরি চক্রের ২ পাণ্ডা, উদ্ধার চারটি বাইক
উল্লেখ্য, বেশ কয়েকমাস ধরেই রাজ্যে বেড়েছে বেআইনি অস্ত্রের আনাগোনা। বেশিরভাগ ক্ষেত্রে অভিযান চালিয়ে সেগুলি উদ্ধারও করছে পুলিশ। দিন কয়েক আগেই দক্ষিন ২৪ পরগনা জেলার বাসন্তীতে অস্ত্র কারখানার হদিশ পাওয়া যায়। উদ্ধার করা হয় প্রচুর আগ্নেয়াস্ত্র।

জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বাসন্তীর রামচন্দ্রখালি পঞ্চায়েতের ছোট কলাহাজরা গ্রামের তেঁতুলতলা গ্রামে অভিযান চালায়। জানা গিয়েছে, ঘরের মধ্যে মহিলারা জরির কাজ করতেন। তার আড়ালেই চলত অস্ত্রের কারবার। ওই বাড়ি থেকে মোট ৭টি ইম্প্রোভাইজ লং ফায়ার আর্মস উদ্ধার করা হয়।

Dakshin 24 Parganas : ক্যানিং থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার জেল ফেরত তৃণমূল নেতা, ফের খুনের ছক কষছিল খলিল?
অভিযুক্তদের মধ্যে বাড়ির মালিক মোতালেব ২০১৯ সালে একবার গ্রেফতার হয়েছিল। কোন উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও গত মাসেই মালদা জেলা থেকে বেআইনি অস্ত্র সহ আটক করা হয় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রকে। ওই পড়ুয়ার কাছ থেকে উদ্ধার করা হয় একটি পাইপগান ও একটি কার্তুজ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *