DA Protest : অভিষেকের বাড়ির সামনে দিয়ে DA আন্দোলনকারীদের মিছিলের অনুমতি! নির্দেশ হাইকোর্টের – calcutta high court justice rajasekhar mantha gives permission for da protest rally in harish mukherjee road


DA আন্দোলনকারীদের হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। উল্লেখযোগ্যভাবে ওই রাস্তাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িও। বিচারপতি রাজাশেখর মান্থা অবশ্য মিছিলে শৃঙ্খলা রক্ষার বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই মিছিলে কোনও কু মন্তব্য করা যাবে না। বজায় রাখতে হবে শান্তি। পাশাপাশি ২টো থেকে ৫টা নয়, ১টা থেকে ৪টের মধ্যে করতে হবে এই মিছিল।

DA-র দাবিতে হরিশ মুখার্জি রোড হয়ে মিছিল করার আবেদন জানিয়েছিলেন আন্দোলনকারীরা। তাঁদের তিনটি বিকল্প রুটের প্রস্তাব দেওয়া হলেও সম্মত হননি তাঁরা। হাজরা, দমকল কেন্দ্র থেকে হরিশ মুখার্জি রোড ধরে ডি এন রোড হয়ে আশুতোষ মুখার্জি রোড দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়ে হাজরা মোড়ে শেষ হবে এই মিছিল।

West Bengal DA Protest : ‘শাসকদলের ক্ষেত্রেও আপত্তি?’ DA-মিছিলের অনুমতি দিয়ে পুলিশকে পালটা প্রশ্ন বিচারপতির
আন্দোলনকারীরা হরিশ মুখার্জি রোড হয়ে মিছিল করতে চেয়েছিলেন। রাজ্য অবশ্য তাতে আপত্তি জানায়। রাজ্যের তরফে বলা হয়, “ওই এলাকা অত্যন্ত স্পর্শকাতর।” এদিন বিচারপতি বলেন, “মিছিলের জন্য যে রুট দেওয়া হয়েছে তা সবচেয়ে শান্ত এলাকা।” পাশাপাশি রাজ্যের তরফে আদালতে বলা হয়, “ওই এলাকায় মিছিল করতে গিয়ে যদি ভিড় ছড়িয়ে যায় তার দায়িত্ব কে নেবে? ওই এলাকায় ১৪৪ ধারা রয়েছে।”

এরপরেই আন্দোলনকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, মিছিলের আবেদন করার পর কিছু এলাকায় গত ৩ মে ১৪৪ ধারা জারি হয়েছে।

DA Protest West Bengal : ‘সুপ্রিম কোর্ট কি মিছিল করতে বারণ করেছে?’ DA-আন্দোলন নিয়ে বিচারপতি মান্থার প্রশ্নের মুখে পুলিশ
বিচারপতি মান্থার এরপরেই বলেন, ” সকলে যে আশংকা করছে তা সেটা কোর্ট বুঝতে পারছে।” বিকাশরঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, “কোনওভাবেই যাতে অশান্তি না হয় এমনভাবে মিছিল করতে হবে।”

উল্লেখ্য, কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আওতায় একাধিক রাজ্য সরকারি কর্মীরা শহিদ মিনারের পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেছেন।

DA Latest News : DA-র দাবিতে মিছিল নিয়ে হাইকোর্টের দ্বারস্থ কো-অর্ডিনেশন কমিটি , মামলা দায়েরের অনুমতি বিচারপতির
কলকাতা হাইকোর্ট আন্দোলনকারীদের সরকারের সঙ্গে আলোচনায় বসার পরমর্শ দিয়েছিল। এরপর দুই পক্ষই আলোচনায় বসার প্রস্তাবে রাজি হয় এবং তাঁরা আলোচনায় বসেন। কিন্তু, এই আলোচনা নিস্ফলা, স্পষ্ট দাবি করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে।

পাশাপাশি আগামী দিনে আরও আন্দোলনের ধার বৃদ্ধি করা হবে বলে বলে জানান তাঁরা। অন্যদিকে, DA আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্যে দেখছেন রাজ্য শাসক দলের একাংশ। তাৎপর্যপূর্ণভাবে DA মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সর্বোচ্চ আদালত কী নির্দেশ দেয়, এখন সব নজর সেই দিকেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *