Mamata Banerjee : ‘পায়ের জুতো মাথায় তুলতে নেই…’, মমতার নিশানায় শুভেন্দু? – mamata banerjee slams bjp and central government from malda trinamool congress meeting


বৃহস্পতিবার মালদার ইংরেজবাজারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রায় ‘বিশেষ অতিথি’ হিসেবে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে অভিষেকের জনসংযোগ যাত্রা নিয়ে ঢালাও প্রশংসা করতে শোনা যায় মমতাকে। তৃণমূলর সুপ্রিমোর দাবি, এই কর্মসূচিকে মানুষ গুরুত্ব দিয়েছে, সেই কারণে আমিও এটাকে গুরুত্ব দিচ্ছি। নাম না করে এদিন শুভেন্দু অধিকারীকেও ‘কিম্ভূতকিমাকার’ বলে কটাক্ষ করেন মমতা।

Mamata Banerjee : ‘ভোটার লিস্টে দয়া করে নাম তুলুন নইলে…’, মালদা থেকে আশঙ্কার কথা শোনালেন মমতা
বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘আমি জুতোকে অসম্মান করি না। কিন্তু প্রবাদ প্রতিমরা বলেন জুতো পায়ে শোভা পায়। জুতো মাথায় পরে না। প্রতিদিন সবাইকে চোর-ডাকাত বলছে। মাঝে মাঝে এজেন্সির ভয় দেখাচ্ছে। এখন গ্যাস নয় ক্যাশ বেলুন চলছে। এই ক্যাশ আবার অ্যাশ (ছাই) হয়ে যাবে সাগরদিঘির ঘটনা আমি জানি, কে টাকা দিয়েছে সেটাও আমি জানি।’

কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে এদিন মমতা বলেন, ‘মিটিং করে বলা হচ্ছে আজ এঁর বাড়ি, কাল তাঁর বাড়ি এজেন্সির অভিযান হবে। ভগবানের মতো কথা বলছে। যখন যাঁর ইচ্ছে বাড়িতে ঢুকে যাচ্ছ। এর ফল একদিন পাবে।’

Mamata Banerjee & Abhishek Banerjee : প্রশাসনিক সভা শেষে ‘নব জোয়ার’-এ যোগ, অভিষেকের কর্মসূচির জৌলুস বাড়াবেন ‘অতিথি’ মমতা
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিয়ে তিনি বলেন, ‘অভিষেক বয়সে অনেক ছোটো। আমরা ওকে অনেকবার বারণ করেছিলাম, একটানা দু’মাসের কর্মসূচি নিতে। কারণ এখন ঝড় জল দুর্যোগের কারণে অনেকেই প্রাণ হারাচ্ছেন। কিন্তু, এখনকার ছেলে মেয়েদের জেদ অনেক বেশি। তাই তাঁরা শোনেনি। ওঁরা মনে করেছে রাস্তা থেকে জীবনে দেখা ও মানুষকে চেনা-জানা প্রয়োজন। এভাবে রাস্তায় থাকা সহজ নয়। ওঁরা চেষ্টা করে করছে।’

এদিনের সভামঞ্চ থেকে পুরনোর আন্দোলনের দিনগুলির কথাও সকলের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মমতা জানিয়েছেন, বাম আমলে তিনিও ২৩ হাজার কিলোমিটার জনসংযোগ করেছেন। বাম আমলে তাঁকে যে একাধিকবার আক্রমণের মুখে পড়েতে হয়েছে সে কথাও এদিন স্মরণ করিয়ে দেন তৃণমূল সুপ্রিমো।

Mamata Banerjee : ঝুট কি বাত! ক্ষুব্ধ মমতা, অভিষেক
মমতা বলেন, ‘দলের ইতিহাস কর্মীদের জানা উচিত। তৃণমূল যে সংগ্রাম করেছে, পৃথিবীর কোনও রাজনৈতিক দল সেই সংগ্রাম করেনি। আমি একটা জীবন লাশ। আমার মাথা মেরে ফাটিয়ে দেওয়া হয়েছিল। আমার শরীরে অনেক পার্টস নেই, অপারেশন করে বাদ দিতে হয়েছে। ২১ জুলাই মেরে আমার কোমর ভেঙে দেওয়া হয়েছিল। আমি লড়াই করে, কষ্ট করে এই দল তৈরি করেছিলাম। দিনের পর দিন অনশন করেছি। ২৬ দিন জল খাইনি। রাস্তায় পড়েছিলাম।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *