Indian Army Darjeeling Jawan : ২ মাসের বিবাহিত জীবন শেষ! সিদ্ধান্তের মৃত্যুর খবরে বারবার জ্ঞান হারাচ্ছেন স্ত্রী, শোকস্তব্ধ বিজনবাড়ি – body of darjeeling jawan siddhant chetri reached bagdogra aiport from jammu kashmir


জম্মু কাশ্মীরের রাজৌরিতে সেনা-জঙ্গি লড়াইয়ের সময় পাঁচ ভারতীয় জওয়ানের মৃত্যুর ঘটনায় গোটা দেশের শোকের আবহও। মৃত পাঁচজনের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। রাজৌরির জঙ্গলে আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় সিদ্ধান্ত ছেত্রীর (২৫)। সিদ্ধান্ত দার্জিলিঙের বিজনবাড়ি বাসিন্দা বলেই জানা গিয়েছে।পরিবার সূত্রে খবর মাত্র দু’মাস আগেই বিয়ে হয়েছিল সিদ্ধান্তের। জঙ্গি হামলায় মৃত্যুর পর তাঁর দু’মাসের বিবাহিত জীবনের অবসান হল। পরিবার সূত্রে জানা গিয়েছে, সিদ্ধান্তের দাদা ওম প্রকাশ ছেত্রী সম্প্রতি সেনাবহিনী থেকে অবসর গ্রহণ করেন। শনিবার তিনি জানিয়েছেন, দেশকে সেবা করারই সিদ্ধান্তের একমাত্র ধ্যান-জ্ঞান ছিল।

Indian Army Darjeeling : কাশ্মীরে সেনা-জঙ্গি লড়াইয়ে মৃত বাংলার তরুণ জওয়ান, গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
সংবাদ সংস্থাকে ফোনে সিদ্ধান্তের দাদা বলেন, ‘আমার ভাই ছিল দেশের সেবায় নিয়োজিত প্রাণ। ২০২০ সালে ভারতীয় সেনাতে যোগ দিয়েছিল আমার ভাই। ভালো পারফর্ম্যান্সের জন্য আমার ভাইকে প্যারা কমান্ডোর বিশেষ বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। ১৫ দিন আগে ছুটি কাটিয়ে আমরা ভাই জম্মু-কাশ্মীরে কাজে যোগ দিয়েছিল। কাজে যোগ দেওয়ার ১৫ দিনের মাথায় তাঁর এই মর্মান্তিক পরিণতি হল।’

তিনি আরও বলেন, ‘এত অল্প বয়সে আমার ভাইকে চলে যেতে হল। তাঁর স্ত্রীয়ের বয়স মাত্র ২২। সিদ্ধান্তের মৃত্যুর খবর শোনার পর থেকে সে বারবার অচৈতন্য হয়ে পড়ছেন। আমাদের মা-বাবা ওঁর মৃত্যুর ঘটনায় সম্পূর্ণ নীরব। তাঁরা কেউ একটিও কথা বলছেন না।

Jammu Kashmir Terrorist Encounter: রাজৌরির জঙ্গলে সেনা-জঙ্গি সংঘর্ষ, IED বিস্ফোরণে শহিদ ৫
ইতিমধ্যেই বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছেছে সিদ্ধান্তের দেহ। সেখানে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় সেনার ইস্টার্ন জোনের কমান্ডোরা। সেখান থেকে বিজনবাড়ির কিজম বস্তি এলাকায় নিয়ে যাওয়া হবে সিদ্ধান্তের দেহ। পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য শনিবার সেখানেই শায়িত থাকবে দেহ। রবিবার তাঁর শেষকৃত্যু সম্পন্ন হবে বলেই জানা গিয়েছে।

Rajouri Encounter: আলো ফুটতেই ফের গুলির লড়াই, রাজৌরিতে শহিদ বাংলার জওয়ান
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সব সময়ই হাসিখুশি থাকতেন সিদ্ধান্ত। ছোটোবেলা থেকে সে অত্যন্ত সাহসী ছিল। এমনকী ছুটির সময় দেশের বাড়িতে ফিরে আসার পর সে বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করত। সিদ্ধান্তের মৃত্যুতে শোকাহত তাঁর পরিবারের সদস্যরাও।

রাজৌরির কান্দির জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সেনা। তখনই সেখান অভিযান চালায় সেনা বাহিনী। সেনাদের দেখে জঙ্গিরা গুলি ছুড়লে পালটা জবাব দেয় বাহিনী। তখনই সেখানে বিছিয়ে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় সিদ্ধান্ত সহ পাঁচজনের। শুক্রবার অন্ধকার নামার পর গুলির লড়াই থামলেও শনিবার থেকে ফের শুরু হয়েছে লড়াই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *