ইসলামপুররে চায়ের দোকানে জনসংযোগের পর ফেসবুকে অভিষেক লেখেন, ‘রাজ্যজুড়ে #JonoSanjogYatra-র ফাঁকে, যখন মানুষের মাঝে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারি, তখন হৃদয় জুড়ে প্রশান্তি কাজ করে। মানুষের সঙ্গে বিস্তর সময় কাটাচ্ছি শেষ ১২ দিন, কিন্তু এইভাবে হালকা মেজাজে চা বিরতি নেওয়া হয়নি। আজকের এই বিশেষ মুহূর্তটি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থেকে যাবে।’